১ তীমথিয় 6:7 - কিতাবুল মোকাদ্দস7 কেননা আমরা দুনিয়াতে কিছুই সঙ্গে আনি নি আর কিছুই সঙ্গে করে নিয়ে যেতেও পারি না; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 কারণ এ জগতে আমরা কিছুই আনিনি এবং এখান থেকে কিছু নিয়েও যেতে পারি না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কারণ এ জগতে আমরা শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি আর কোন কিছুই সঙ্গে করে নিয়ে যেতেও পারি না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে আনিনি, কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারব না; অধ্যায় দেখুন |