১ তীমথিয় 3:4 - কিতাবুল মোকাদ্দস4 আর নিজের ঘরের শাসন উত্তমরূপে করেন এবং সমপূর্ণ শিষ্টতার সঙ্গে সন্তানদেরকে বশে রাখেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 নিজের পরিবারের উপরে তাঁর নিয়ন্ত্রণ থাকবে এবং তিনি দেখবেন, তাঁর সন্তানেরা যেন যথোচিত শ্রদ্ধায় তাঁর বাধ্য হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 নিজের পরিবার তাঁর নিয়ন্ত্রণে থাকবে। তাঁর পুত্রকন্যারা পিতৃভক্ত এবং বাধ্য হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আপন ঘরের শাসন উত্তমরূপে করেন, এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বশে রাখেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তাঁকে এমনই মানুষ হতে হবে যিনি নিজের ঘর সংসার সুষ্ঠভাবে চালাতে পারেন, নিজের ছেলেমেয়েদের সুশাসনে রাখতে পারেন যাতে তিনি তাদের ভক্তি শ্রদ্ধা পান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 যিনি নিজের ঘরের শাসন ভালোভাবে করেন এবং তাঁর সন্তানরা সম্পূর্ণরূপে তাঁর বাধ্য হবে; অধ্যায় দেখুন |