১ করিন্থীয় 9:18 - কিতাবুল মোকাদ্দস18 তবে আমার পুরস্কার কি? তা এই যে, আমি তোমাদের কাছে ইঞ্জিল তবলিগ করতে পারি, তাতে তোমাদের কোন অর্থ ব্যয় করার প্রয়োজন নেই, যদিও ইঞ্জিলের বিষয়ে তোমাদের কাছ থেকে তা নেবার অধিকার আমার আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 তাহলে আমার পুরস্কার কী? শুধু এই যে, আমি যেন বিনা পারিশ্রমিকে সুসমাচার প্রচার করি, এভাবে তা প্রচার করার জন্য আমার অধিকার যেন আমাকে প্রয়োগ করতে না হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তাহলে আমার পুরস্কার কি? সকলের কাছে বিনামূল্যে সুসমাচার প্রচার করতে পারার পরিতৃপ্তির সেই পুরস্কার। তাই আমি সুসমাচার প্রচারের জন্য প্রাপ্য কোন সুযোগ-সুবিধা ভোগ করি না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তবে আমার পুরস্কার কি? তাহা এই যে, সুসমাচার প্রচার করিতে করিতে আমি সেই সুসমাচারকে ব্যয়-রহিত করি, যেন সুসমাচার সম্বন্ধে যে কর্ত্তৃত্ব আমার আছে, তাহার পূর্ণ ব্যবহার না করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 সেখানে আমি কি পুরস্কার পাব? এই আমার পুরস্কার; যখন আমি সুসমাচার প্রচার করি, তা বিনামূল্যে করি। এইভাবে সুসমাচার প্রচার করা কালীন আমার বেতন পাবার যে অধিকার আছে, তা আমি ব্যবহার করি না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তবে আমার পুরষ্কার কি? তা এই যে, সুসমাচার প্রচার করতে করতে আমি সেই সুসমাচারকে বিনামূল্যে প্রচার করি, যেন সুসমাচার সম্বন্ধে যে অধিকার আমার আছে, তার পূর্ণ ব্যবহার না করি। অধ্যায় দেখুন |