১ করিন্থীয় 7:22 - কিতাবুল মোকাদ্দস22 কেননা যে গোলামকে প্রভুতে আহ্বান করা হয়েছে, সে প্রভুর দ্বারা স্বাধীন হয়েছে; তদ্রূপ যে স্বাধীন লোক আহ্বান করা হয়েছে, সে মসীহের গোলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 কারণ প্রভুর আহ্বান লাভের সময় যে ব্যক্তি ছিল দাস, সে প্রভুতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। একইভাবে, আহ্বান লাভের সময় যে ব্যক্তি স্বাধীন ছিল, সে খ্রীষ্টের ক্রীতদাস। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কারণ যে ক্রীতদাস প্রভুর আহ্বান পেয়েছে, প্রভুই তাকে মুক্ত করেছেন। ঠিক তেমনি মুক্ত অবস্থায় যে আহ্বান পেয়েছে সে হয়েছে খ্রীষ্টের ক্রীতদাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কেননা প্রভুতে আহূত যে দাস, সে প্রভুর স্বাধীনীকৃত লোক; তদ্রূপ আহূত যে স্বাধীন লোক, সে খ্রীষ্টের দাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 দাস অবস্থায় প্রভু যাকে আহ্বান করেছেন, সে প্রভুর স্বাধীন লোক। যে স্বাধীন অবস্থায় খ্রীষ্টের ডাক শুনেছে, সে প্রভুর দাসে পরিণত হয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কারণ প্রভুতে যে দাসকে ডাকা হয়েছে, সে প্রভুর স্বাধীন লোক; তবুও যে স্বাধীন লোককে ডাকা হয়েছে, সে খ্রীষ্টের দাস। অধ্যায় দেখুন |