১ করিন্থীয় 12:31 - কিতাবুল মোকাদ্দস31 তোমরা শ্রেষ্ঠ দানসকল লাভ করার জন্যে যত্নবান হও। এছাড়া, আমি তোমাদের আরও উৎকৃষ্ট এক পথ দেখাচ্ছি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ31 তোমরা বরং মহত্তর বরদান পাওয়ার জন্য আগ্রহভরে কামনা করো। তবে আমি এবার তোমাদের সর্বশ্রেষ্ঠ পন্থা দেখাতে চাই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তোমরা বরং উৎকৃষ্টতর বরগুলি লাভ করার জন্য উদ্যোগী হও। তবে আমি এবার তোমাদের সর্বশ্রেষ্ঠ পন্থা দেখাতে চাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান্ হও। পরন্তু আমি তোমাদিগকে আরও উৎকৃষ্ট এক পথ দেখাইতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 কিন্তু তোমরা আত্মার শ্রেষ্ঠ বরদানগুলি পাবার জন্য বাসনা কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 তোমরা শ্রেষ্ঠ দান পেতে প্রবল উত্সাহী হও। এবং আমি তোমাদেরকে আরও সম্পূর্ণ ভালো এক রাস্তা দেখাচ্ছি। অধ্যায় দেখুন |