হোশেয় 14:6 - কিতাবুল মোকাদ্দস6 তার তরুশাখাগুলো ছড়িয়ে যাবে, জলপাই গাছের মত তার শোভা এবং লেবাননের মত তার সৌরভ হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 তা থেকে কোমল পল্লব নির্গত হবে। তার জৌলুস হবে জলপাই গাছের মতো, তার সুগন্ধ হবে লেবাননের সিডার গাছের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সে শাখা বিস্তার করবে, তার শোভা হবে জলপাইয়ের মত, লেবাননের মত হবে তার সৌরভ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহার পল্লব সকল বিস্তারিত হইবে, জিত বৃক্ষের ন্যায় তাহার শোভা এবং লিবানোনের ন্যায় তাহার সৌরভ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তার শিকড়গুলি বাড়বে এবং তাকে একটি সুন্দর জলপাই গাছের মত দেখাবে। লিবানোনের সিডার গাছগুলো থেকে যে সুন্দর গন্ধ আসে সেও সে রকম সুন্দর গন্ধ হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তার শাখা-প্রশাখা ছড়িয়ে পরবে; তার সৌন্দর্য জিতবৃক্ষ মত হবে এবং তার সুগন্ধ লিবানোনের মত হবে। অধ্যায় দেখুন |