হোশেয় 13:5 - কিতাবুল মোকাদ্দস5 আমিই মরুভূমিতে, ভীষণ শুকনা দেশে, তোমাকে দেখাশুনা করেছিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 প্রখর উত্তপ্ত সেই মরুপ্রান্তরে আমি তোমাদের তত্ত্বাবধান করেছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 আমিই ঊষর প্রান্তরে তোমাদের প্রতিপালন করেছি, ভরণ-পোষণ পেয়ে তোমরা পরিতৃপ্ত হলে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আমিই প্রান্তরে, মহাতৃষ্ণার দেশে, তোমাকে জ্ঞাত ছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আমি সেই মরুভূমিতে তোমাদের চিনতাম—আমি সেই সমতল শুকনো মাটির দেশে তোমাদের চিনতাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 আমি মরুপ্রান্তে তোমাকে জানতাম, সেই ভীষণ শুকনোর দেশে জানতাম। অধ্যায় দেখুন |