হোশেয় 12:11 - কিতাবুল মোকাদ্দস11 গিলিয়দ কি অধর্মময়? তারা অসার মাত্র; গিল্গলে তারা ষাঁড় কোরবানী করে; আবার তাদের কোরবানগাহ্ সকল ক্ষেতের আলিতে অবস্থিত পাথরের স্তূপের ন্যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 গিলিয়দ কি দুর্জন? এর বাসিন্দারা অপদার্থ! তারা কি গিল্গলে ষাঁড় বলিদান করে? তাদের বেদিগুলি হবে মাঠের আল বরাবর স্থাপিত পাথর খণ্ডের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 গিলিয়দে যদি অধর্ম থাকে তবে তারা অবশ্যই বিধ্বস্ত হবে। গিল্গলে যদি তারা বৃষ বলিদান করে তবে তাদের বেদীগুলি ক্ষেতের আলে বসান পাথরের ঢিবির মত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 গিলিয়দ কি অধর্ম্মময়? তাহারা অলীকমাত্র; গিল্গলে তাহারা বৃষ বলিদান করে; আবার তাহাদের যজ্ঞবেদি সকল ক্ষেত্রের আলিতে স্থিত পাথরের ঢিবীর ন্যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 কিন্তু গিলিয়দবাসীরা পাপী। সেখানে অনেকগুলো ভয়ঙ্কর মূর্ত্তি আছে। গিল্গলের লোকেরা ষাঁড়ের কাছে বলি উৎসর্গ করে। ওই লোকেদের বহু পূজোর বেদী আছে। চষা জমিতে আবর্জনার সারির মত সেখানে বেদীর সারি তৈরী হয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 যদি গিলিয়দে পাপ থাকে, অবশ্যই সেই লোকেরা অপদার্থ। গিলগলে তারা ষাঁড় বলিদান করে; তাদের বেদী সকল মাঠের লাঙ্গল রেখার ধারে পাথরের ঢিবির মত হবে। অধ্যায় দেখুন |