Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 9:17 - কিতাবুল মোকাদ্দস

17 ‘অপহৃত-পানি মিষ্ট, গুপ্তস্থানে খাওয়া অন্ন সুস্বাদু।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 “চুরি করা জল মিষ্টি; লুকোছাপা করে খাওয়া খাদ্য পরম উপাদেয়!”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 চুরি করা জল বেশী মিঠে চোরাই রুটি আরও সুস্বাদু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 ‘অপহৃত-জল মিষ্ট, নিরালার অন্ন সুস্বাদু।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 কিন্তু সে (নির্বুদ্ধিতা) বলে, “চুরি করা জল, নিজের বাড়ির জলের চেয়ে সুস্বাদু। চোরাই রুটি তোমার নিজের হাতে তৈরী করা রুটির চেয়ে উপাদেয়।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 চুরি করা জল মিষ্টি, নিরালার খাবার সুস্বাদু।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 9:17
11 ক্রস রেফারেন্স  

মিথ্যা কথার ফল মানুষের মিষ্ট বোধ হয়, কিন্তু পিছনে তার মুখ কাঁকরে পরিপূর্ণ হয়।


জেনাকারীণীর পথও তদ্রূপ; সে খেয়ে মুখ মোছে, আর বলে, আমি অধর্ম করি নি।


কেননা এ সব লোকেরা গোপনে যেসব কাজ করে তা উচ্চারণ করাও লজ্জার বিষয়।


কিন্তু গুনাহ্‌ সুযোগ পেয়ে সেই হুকুম দ্বারা আমার অন্তরে সব রকম লোভ জাগিয়ে তুলল; কেননা শরীয়ত ছাড়া গুনাহ্‌ মৃত থাকে।


নারী যখন দেখলেন, ঐ গাছটির ফল সুখাদ্যদায়ক ও দেখতেও খুবই আকর্ষণীয়, আর সেটি জ্ঞানদায়ী বৃক্ষ বলে আকাঙ্খা করার মত, তখন তিনি তার ফল পেড়ে ভোজন করলেন। পরে সেই ফল তাঁর স্বামীকে দিলে তিনিও ভোজন করলেন।


তোমার ফোয়ারা কি বাইরে প্লাবিত হবে? পথে-ঘাটে কি পানির স্রোত বয়ে যাবে?


তোমার ফোয়ারা দোয়াযুক্ত হোক, তুমি তোমার যৌবনের স্ত্রীতে আমোদ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন