Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 9:12 - কিতাবুল মোকাদ্দস

12 তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলের জন্যই জ্ঞানবান হবে, যদি নিন্দা কর, একাই তা বহন করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 তুমি যদি জ্ঞানবান হও, তোমার প্রজ্ঞা তোমাকে পুরস্কৃত করবে; তুমি যদি একজন বিদ্রুপকারী, তবে তুমি একাই কষ্টভোগ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 তুমি প্রজ্ঞা অর্জন করলে তোমারই উপকার হবে। যদি তাকে ব্যঙ্গ কর, তুমি একাই তার ফল ভোগ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলার্থে জ্ঞানবান হইবে, যদি নিন্দা কর, একাই তাহা বহন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 যদি তুমি জ্ঞানী হয়ে ওঠো তাহলে তাতে তুমি উপকৃত হবে। কিন্তু তুমি যদি দাম্ভিক হও এবং অপরকে উপহাস কর, তাহলে নিজেই তার জন্য যন্ত্রণা পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলের জন্য জ্ঞানবান হবে, যদি নিন্দা কর, একাই তা বহন করবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 9:12
13 ক্রস রেফারেন্স  

যে প্রাণী গুনাহ্‌ করে, সেই মরবে; পিতার অপরাধ পুত্র বহন করবে না; ও পুত্রের অপরাধ পিতা বহন করবে না; ধার্মিকের ধার্মিকতা তার উপরে বর্তাবে ও দুষ্টের নাফরমানী তার উপরে বর্তাবে।


আরজ করি, আল্লাহ্‌র সঙ্গে পরিচিত হও, শান্তি পাবে; তা হলে মঙ্গল তোমাদের কাছে আসবে।


শ্রমিকের ক্ষুধাই তাকে পরিশ্রম করায়; বস্তুত তার মুখ তাকে পীড়াপীড়ি করে।


অতএব তোমরা নিন্দায় রত হয়ো না, পাছে তোমাদের বন্ধন দৃঢ়তর হয়; কেননা প্রভুর মুখে, বাহিনীগণের মাবুদেরই মুখে আমি সমস্ত দুনিয়ার জন্য উচ্ছেদের, নির্ধারিত উচ্ছেদের কথা শুনেছি।


আর যেমন তাঁর সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করে তিনি এই রকম কথা বলেন; তার মধ্যে কোন কোন কথা বোঝা কষ্টকর; অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত কিতাবের কথা, তেমনি সেই কথাগুলোরও বিরূপ অর্থ করে নিজেদের ধ্বংস ডেকে আনে।


কারণ প্রত্যেকে নিজ নিজ ভার বহন করবে।


যে অন্তর বিপথগামী, সে নিজের আচরণের পূর্ণ ফল পায়; কিন্তু সৎ লোক নিজের থেকে তৃপ্ত হয়।


প্রস্তুত রয়েছে নিন্দুকদের জন্য দণ্ডাজ্ঞা, মূর্খদের পিঠের জন্য বেত্রাঘাত।


যা হোক, যদি আমি ভুল করে থাকি, তবে সেই ভুলের ফল আমারই।


অবশিষ্ট সমস্ত গোষ্ঠীর মধ্যে এক এক গোষ্ঠী পৃথক ও তাদের স্ত্রীরা পৃথক পৃথক মাতম করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন