হিতোপ 8:4 - কিতাবুল মোকাদ্দস4 হে মানবগণ, আমি তোমাদের ডাকি, বনি-আদমদের নিকটেই আমার বাণী। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 “ওহে জনতা, আমি তোমাদেরই ডাকছি; সমগ্র মানবজাতির উদ্দেশে আমি সুর চড়াচ্ছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 বলে: হে মানব, আমি তোমাদেরই ডাকছি, তোমাদেরই উদ্দেশে আমার এই আবেদন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে মানবগণ, আমি তোমাদিগকে ডাকি, মনুষ্য-সন্তানদের কাছেই আমার বাণী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রজ্ঞা বলছে, “হে মানবগণ, আমি তোমাদের ডাকছি। চিৎকার করে সমস্ত লোককে ডাকছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 “হে মানুষেরা, আমি তোমাদেরকে ডাকি এবং মানবজাতির সন্তানদের কাছে আমি আমার রব তুলি। অধ্যায় দেখুন |