Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 8:24 - কিতাবুল মোকাদ্দস

24 জলধি যখন হয় নি, তখন আমি জন্মেছিলাম, যখন পানিতে পূর্ণ সমস্ত ফোয়ারা সৃষ্টি হয় নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 যখন অতল জলের কোনো অস্তিত্বও ছিল না, তখন আমাকে জন্ম দেওয়া হয়েছিল, যখন জলে উপচে পড়া কোনো জলের উৎসের অস্তিত্ব ছিল না;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 যখন ছিল না জলধির অস্তিত্ব, জলের উৎসসমূহের যখন হয়নি উৎপত্তি, তখনও ছিলাম আমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 জলধি যখন হয় নাই, তখন আমি জন্মিয়াছিলাম, যখন জলপূর্ণ উনুই সকল হয় নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 মহাসাগরের আগে আমাকে গঠন করা হয়েছিল। সেখানে জল সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করা হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 সেখানে সমুদ্রের আগে, তখন আমি জন্মেছিলাম, যখন জলভর্তি ঝরনা সব হয়নি।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 8:24
10 ক্রস রেফারেন্স  

তাঁর জ্ঞান দ্বারা গভীর সমস্ত জলধি খুলে গেল, আর আসমান বিন্দু বিন্দু শিশির বর্ষণ করলো।


দুনিয়া আকারবিহীন ও শূন্য ছিল এবং অন্ধকারে ঢাকা গভীর পানির উপরে ছিল, আর আল্লাহ্‌র রূহ্‌ পানির উপরে বিচরণ করছিলেন।


আমাদের মধ্যে এতেই আল্লাহ্‌র মহব্বত প্রকাশিত হয়েছে যে, আল্লাহ্‌ তাঁর একজাত পুত্রকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন আমরা তাঁর মধ্য দিয়ে জীবন লাভ করতে পারি।


কারণ আল্লাহ্‌ কোন ফেরেশতাকে কি কোন সময়ে এই কথা বলেছেন, “তুমি আমার পুত্র, আমি আজ তোমাকে জন্ম দিয়েছি,” আবার “আমি তাঁর পিতা হব ও তিনি আমার পুত্র হবেন”?


কারণ পিতা পুত্রকে ভাল-বাসেন এবং তিনি যা যা করেন, সকলই তাঁকে দেখান; আর এর চেয়েও মহৎ মহৎ কাজ তাঁকে দেখাবেন, যেন তোমরা আশ্চর্য মনে কর।


কারণ আল্লাহ্‌ দুনিয়াকে এমন মহব্বত করলেন যে, তাঁর এক জাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁতে ঈমান আনে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।


আর সেই কালাম মানব দেহে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন, আর আমরা তাঁর মহিমা দেখলাম, যেমন পিতা থেকে আগত একজাতের মহিমা; তিনি রহমতে ও সত্যে পূর্ণ।


আমি মাবুদের নির্দেশের কথা বলবো; তিনি আমাকে বললেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি।


পানির রাশি তাদেরকে আচ্ছাদন করলো; তারা অগাধ পানিতে পাথরের মত তলিয়ে গেল।


তুমি কি সমুদ্রের উৎসে প্রবেশ করেছ? জলধি-তলে কি পদার্পণ করেছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন