Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 8:20 - কিতাবুল মোকাদ্দস

20 আমি ধার্মিকতার পথে গমন করি, বিচারের পথের মধ্য দিয়ে গমন করি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 আমি ধার্মিকতার পথে চলি, ন্যায়ের পথ ধরে চলি,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 আমি ধর্মপথে চলি, ন্যায়ের পথই আমার পথ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আমি ধার্ম্মিকতার মার্গে গমন করি, বিচারের পথের মধ্য দিয়া গমন করি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 আমি ধর্মের পথে চলি। আমি ন্যায় বিচারের পথ ধরে চলি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 আমি ধার্মিকতার পথে চলি, ন্যায়ের মধ্য দিয়ে যাই,

অধ্যায় দেখুন কপি




হিতোপ 8:20
18 ক্রস রেফারেন্স  

অতএব তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদেরকে যেমন হুকুম করলেন, তা যত্নপূর্বক পালন করবে, তার ডানে বা বামে ফিরবে না।


আমি তোমাকে বুদ্ধি দেব ও তোমার গন্তব্য পথ দেখাব, তোমার উপরে দৃষ্টি রেখে তোমাকে পরামর্শ দেব।


আর অনেক দেশের লোক যাবে, বলবে, চল, আমরা মাবুদের পর্বতে, ইয়াকুবের আল্লাহ্‌র গৃহে গিয়ে উঠি; তিনি আমাদেরকে নিজের পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাঁর পথে গমন করবো, কারণ সিয়োন থেকে শরীয়ত ও জেরুশালেম থেকে মাবুদের কালাম বের হবে।


গমনকালে সে তোমাকে পথ দেখাবে, শয়নকালে তোমার প্রহরী হবে, জাগরণকালে তোমার সঙ্গে আলাপ করবে।


তোমার সমগ্র পথে তাঁকে স্বীকার কর; তাতে তিনি তোমার সমস্ত পথ সরল করবেন।


কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষ-শাবক এদেরকে পালন করবেন এবং জীবন-পানির ফোয়ারার কাছে নিয়ে যাবেন, আর আল্লাহ্‌ এদের চোখের সমস্ত পানি মুছে দেবেন।


তাকেই দারোয়ান দ্বার খুলে দেয় এবং মেষেরা তার গলার আওয়াজ শুনে; আর সে নাম ধরে তার নিজের মেষগুলোকে ডাকে ও বাইরে নিয়ে যায়।


তারা ক্ষুধিত বা পিপাসিত হবে না; তপ্ত বালুকা বা রৌদ্র দ্বারা আহত হবে না; কেননা যিনি তাদের প্রতি দয়াকারী, তিনি তাদেরকে চরাবেন, পানির ফোয়ারার কাছে নিয়ে যাবেন।


তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন, তিনি নিজের নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান।


দেখ, আমি তাকে জাতিদের সাক্ষী হিসেবে, জাতিদের নায়ক ও হুকুমদাতা হিসেবে নিযুক্ত করলাম।


অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ অবগত হবে।


সোনা ও খাঁটি সোনার চেয়েও আমার ফল উত্তম, উৎকৃষ্ট রূপার চেয়েও আমার উপহার উত্তম।


যেন, যারা আমাকে মহব্বত করে, তাদেরকে সম্পদ দান করি, তাদের ভাণ্ডারগুলো পরিপূর্ণ করি।


যেন তুমি সুশীলদের পথে চলতে পার, যেন ধার্মিকদের পথ অবলম্বন কর;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন