হিতোপ 7:4 - কিতাবুল মোকাদ্দস4 প্রজ্ঞাকে বল, তুমি আমার বোন, সুবিবেচনাকে বল তুমি আমার সখী; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 প্রজ্ঞাকে বলো, “তুমি আমার বোন,” ও দূরদর্শিতাকে বলো, “তুমি আমার আত্মীয়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 প্রজ্ঞাকে ভগিনীর মত আপন করে নিও সুবিবেচনাকে করে নিও অন্তরঙ্গ বন্ধু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 প্রজ্ঞাকে বল, তুমি আমার ভগিনী, সুবিবেচনাকে তোমার সখী বল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রজ্ঞাকে তোমার প্রেমিক হিসেবে বিবেচনা করো এবং বোধকে তোমার সব চেয়ে ভাল বন্ধু বলে বিবেচনা করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 প্রজ্ঞাকে বল, “তুমি আমার বোন এবং সুবিবেচনাকে তোমার সখী বল,” অধ্যায় দেখুন |