Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 5:15 - কিতাবুল মোকাদ্দস

15 তুমি নিজের জলাশয়ের পানি পান কর, নিজের কূপের স্রোতের পানি পান কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 নিজের জলাধার থেকেই তুমি জলপান করো, নিজের কুয়ো থেকেই প্রবাহমান জলপান করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 তুমি আপন কূপের জল পান কর, নিজ ঝর্ণার স্রোতে নিবারণ কর তৃষ্ণা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 তুমি নিজ জলাশয়ের জল পান কর, নিজ কূপের স্রোতোজল পান কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 তোমার নিজের কুয়ো থেকে যে জল পাও, তাই পান কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তুমি নিজের কুয়োর জল পান কর, নিজের কুয়োর স্রোতের জল পান কর।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 5:15
7 ক্রস রেফারেন্স  

সকলের মধ্যে বিয়ে আদরণীয় ও সেই বিছানা বিমল হোক; কেননা জেনাকারীদের ও পতিতাগামীদের বিচার আল্লাহ্‌ করবেন।


সমাজ ও মণ্ডলীর মধ্যে হাতে পড়ে আমি প্রায় মারাই পড়েছিলাম।’


তোমার ফোয়ারা কি বাইরে প্লাবিত হবে? পথে-ঘাটে কি পানির স্রোত বয়ে যাবে?


মম ভগিনি, মম কান্তা অর্গলবদ্ধ উপবন, বন্ধ বাগান, সীলমোহর করা ফোয়ারা।


তোমরা হিষ্কিয়ের কথা শুনো না; কেননা আসেরিয়ার বাদশাহ্‌র এই কথা বলেন, তোমরা আমার সঙ্গে সন্ধি কর, বের হয়ে আমার কাছে এসো; তাহলে তোমরা প্রত্যেকে জন নিজ নিজ আঙ্গুর ফল ও ডুমুর ফল ভোজন করতে এবং নিজ নিজ কূপের পানি পান করতে পারবে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন