হিতোপ 4:21 - কিতাবুল মোকাদ্দস21 তা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়মধ্যে তা রাখ। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 সেগুলি তোমার দৃষ্টির অগোচর হতে দিয়ো না, সেগুলি তোমার হৃদয়ে গেঁথে রাখো; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সেগুলি যেন তোমার চোখের আড়াল না হয়, সঞ্চয় করে রাখ সেই প্রবচন মনের মণিকোঠায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হউক, তোমার হৃদয়মধ্যে তাহা রাখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 আমার কথাগুলি যেন তোমাকে ত্যাগ না করে। আমি যা সব বলি তা মনে রেখো। সেগুলি তোমার হৃদয়ে সম্পদ করে রেখো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তারা তোমার চোখের বাইরে না যাক, তোমার হৃদয়ে তা রাখ। অধ্যায় দেখুন |