হিতোপ 31:22 - কিতাবুল মোকাদ্দস22 তিনি নিজের জন্য বুটিদার চাদর নির্মাণ করেন। তাঁর পরিচ্ছদ শুভ্র মসীনার কাপড় ও বেগুনে কাপড়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 তিনি তাঁর বিছানার জন্য চাদর তৈরি করেন; তিনি মিহি মসিনা দিয়ে তৈরি বেগুনি রংয়ের কাপড় গায়ে দিয়ে থাকেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সে নিজের জন্য তৈরী করে ওড়না সূক্ষ্ম রেশমীবসন সে পরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্ম্মাণ করেন, তাঁহার পরিচ্ছদ শুভ্র মসীনা-বস্ত্রও বেগুনে বস্ত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 সে বিছানায় পাতার জন্য চাদর তৈরী করে এবং সে দামী মসলিনের বস্ত্র পরে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তিনি নিজের জন্য পর্দার চাদর তৈরী করেন, তাঁর পোশাক সাদা মসীনা-বস্ত্র ও বেগুনি বস্ত্র। অধ্যায় দেখুন |