Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 31:21 - কিতাবুল মোকাদ্দস

21 তিনি নিজের পরিবারের বিষয়ে তুষারপাত থেকে ভয় পান না; কারণ তাঁর সমস্ত পরিজন লাল কাপড় পরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 তুষারপাতের সময় তাঁর পরিবারের লোকদের জন্য তাঁর কোনও ভয় হয় না; কারণ তারা সকলেই টকটকে লাল রংয়ের কাপড় পরে থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তুষারপাতে সে উদ্বিগ্ন হয় না, কারণ তার বাড়ির লোকদের জন্য রয়েছে গরম জামাকাপড়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না; কারণ তাঁহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 শীতে যখন বরফ পড়ে তখন সে পরিবারের জন্য দুশ্চিন্তা করে না। সে তাদের সবাইকে ভাল গরম কাপড় দেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তিনি নিজের পরিবারের বিষয়ে বরফ থেকে ভয় পান না; কারণ তাঁর সব বাড়ীর লোকেরা লাল পোশাক পরে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 31:21
5 ক্রস রেফারেন্স  

তিনি প্রত্যেক জনকে এক এক জোড়া কাপড় দিলেন, কিন্তু বিন্‌-ইয়ামীনকে তিন শত রূপার মুদ্রা ও পাঁচ জোড়া কাপড় দিলেন।


যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়।


ইসরাইল-কন্যারা! তালুতের জন্য কাঁদ, তিনি রক্তিম রংয়ের রমণীয় পরিচ্ছদে তোমাদেরকে ভূষিত করতেন, তোমাদের পোশাকের উপরে সোনার অলংকার পরাতেন।


তিনি নিজের জন্য বুটিদার চাদর নির্মাণ করেন। তাঁর পরিচ্ছদ শুভ্র মসীনার কাপড় ও বেগুনে কাপড়।


পথে পথে রথগুলো উন্মত্তের মত চলে, প্রশস্ত চকে দৌড়াতে দৌড়াতে পরসপর আঘাত করে; তাদের আভা মশালের মত, তারা বিদ্যুতের মত ধাবমান হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন