Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 31:1 - কিতাবুল মোকাদ্দস

1 লমূয়েল বাদশাহ্‌র কথা। তাঁর মা তাঁকে এই দৈববাণী শিক্ষা দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 রাজা লমূয়েলের নীতিবচন—সেই অনুপ্রাণিত ভাষণ যা তাঁর মা তাঁকে শিখিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 রাজা লেমুয়েলের প্রবচনমালা। তাঁর জননী তাঁকে এই উপদেশগুলি দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 লমূয়েল রাজার কথা। তাঁহার মাতা তাঁহাকে এই ভারবাণী শিক্ষা দিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এগুলি হল লমূয়েল রাজার হিতোপদেশ যা তাঁকে তাঁর মা শিখিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 লমূয়েল রাজার কথা। তাঁর মা তাঁকে এই ভাববানী শিক্ষা দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 31:1
7 ক্রস রেফারেন্স  

তোমার অন্তরস্থ কল্পনাতীত ঈমানের কথা স্মরণ করছি, যা আগে তোমার নানী লোয়ীর ও তোমার মা উনীকীর অন্তরে বাস করতো এবং আমি নিশ্চিত যে, এই ঈমান তোমার অন্তরেও বাস করছে।


বৎস, তুমি তোমার পিতার হুকুম পালন কর, তোমার মাতার শিক্ষা ত্যাগ করো না।


বৎস, তুমি তোমার পিতার উপদেশ শোন, তোমার মাতার ব্যবস্থা ছেড়ো না।


এছাড়া, তুমি শিশুকাল থেকে পাক-কিতাবগুলোর সঙ্গে পরিচিত; এই কিতাবগুলোই তোমাকে মসীহ্‌ ঈসা সম্বন্ধীয় ঈমান দ্বারা নাজাতের জন্য জ্ঞানবান করতে পারে।


যাকির পুত্র আগূরের কথা; দৈববাণী। ঈথীয়েলের প্রতি, ঈথীয়েল ও উকলের প্রতি সেই ব্যক্তির উক্তি।


কেননা দুধ মন্থনে মাখন বের হয়, নাসিকা মন্থনে রক্ত বের হয় ও ক্রোধ মন্থনে বিরোধ হয়।


হে বৎস, কি বলবো? হে আমার গর্ভের সন্তান, কি বলবো। হে আমার মানতের পুত্র, তোমাকে আমি কি বলবো?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন