Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 30:29 - কিতাবুল মোকাদ্দস

29 তিনটা জিনিস সুন্দরভাবে গমন করে, চারটা জিনিস সুন্দরভাবে চলে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

29 “তিনটি প্রাণী আছে যারা তাদের চলাফেরায় রাজসিক, চারজন আছে যারা রাজকীয় ভঙ্গিতে নড়াচড়া করে:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 চার ধরণের প্রাণী আছে- যাদের চালচলন দেখার মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 তিনটা সুন্দররূপে গমন করে, চারিটা সুন্দররূপে চলে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 হাঁটা অবস্থায় তিনটি জিনিস আকর্ষক। প্রকৃতপক্ষে, চারটি জিনিস।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 তিনটে সুন্দরভাবে যায়, চারটে সুন্দরভাবে চলে;

অধ্যায় দেখুন কপি




হিতোপ 30:29
5 ক্রস রেফারেন্স  

টিক্‌টিকি হাত দিয়ে চলে, তবুও বাদশাহ্‌র অট্টালিকায় থাকে।


সিংহ, যে পশুদের মধ্যে বিক্রমী, যে কাউকেও দেখে ফিরে যায় না;


এই ছয়টি বস্তু মাবুদের ঘৃণিত, এমন কি, সাতটি বস্তু তাঁর প্রাণের ঘৃণাস্পদ;


জোঁকের দু’টা কন্যা আছে, ‘দেহি, দেহি’। তিনটা জিনিস কখনও তৃপ্ত হয় না। চারটা জিনিস কখনও বলে না, যথেষ্ট হল;


আর ইনিই আমাদের শান্তি হবেন। আশেরিয়া যখন আমাদের দেশে আসবে ও আমাদের অট্টালিকাগুলো দলিত করবে, তখন আমরা তার বিপক্ষে সাত জন পালরক্ষক ও আট জন নরপতিকে উত্থাপন করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন