Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 30:23 - কিতাবুল মোকাদ্দস

23 ঘৃণিতা স্ত্রীর ভার, যখন সে পত্নীর পদ পায়, আর বাঁদীর ভার, যখন সে নিজের কর্ত্রীর স্থান লাভ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 এক নীচ মহিলা যার বিয়ে হয়ে গিয়েছে, ও এক দাসী যে তার কর্ত্রীকে স্থানচ্যূত করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 ঘৃণিতা স্ত্রীর ভার, যখন সে পত্নী-পদ প্রাপ্ত হয়, আর দাসীর ভার, যখন সে আপন কর্ত্রীর স্থান প্রাপ্ত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 স্ত্রীলোকের মন ঘৃণায় পূর্ণ হওয়া সত্ত্বেও তার একজন স্বামী পাওয়া এবং একজন স্ত্রী ভৃত্যর তার মনিব ঠাকরুণের ওপর কর্তৃত্ব পাওয়া।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 ঘৃণিত স্ত্রীর ভার, যখন সে পত্নীর পদ প্রাপ্ত হয়, আর দাসীর ভার, যখন সে নিজের কর্ত্রীর জায়গা লাভ করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 30:23
8 ক্রস রেফারেন্স  

দুরন্ত বর্ষার দিনে অবিরত বৃষ্টিপাত, আর বিবাদিনী স্ত্রী, এই উভয়ই সমান।


যে গোলামকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে, শেষে সেই গোলাম তার পুত্র হয়ে উঠে।


বরং নির্জন ভূমিতে বাস করা ভাল, তবু কলহপ্রিয়া ও বদ্‌রাগী স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।


ছাদের কোণে বাস করা বরং ভাল, তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা নয়।


হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর ঝগড়া অবিরত বিন্দুপাতের মত।


গোলামের ভার, যখন সে রাজত্ব লাভ করে, মূর্খের ভার, যখন সে ভক্ষ্যে পরিতৃপ্ত হয়,


দুনিয়াতে এই চারটি অতি ক্ষুদ্র, তবুও তারা বড় বুদ্ধি ধরে;


গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তার সকল অস্থির পচনস্বরূপ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন