Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 3:24 - কিতাবুল মোকাদ্দস

24 শয়নকালে তুমি ভয় করবে না, তুমি শয়ন করবে, তোমার নিদ্রা সুখকর হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 তুমি যখন শুয়ে থাকবে, তখন তুমি ভয় পাবে না; তুমি যখন শুয়ে থাকবে, তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 শয়নকালে তুমি ভীত হবে না, সুখকর হবে তোমার নিদ্রা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 শয়নকালে তুমি ভয় করিবে না, তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখদায়িনী হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 বিছানায় শুতে যাবার সময় তুমি ভয় পাবে না। তুমি শান্তিতে বিশ্রাম নিতে পারবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 শোবার দিন তুমি ভয় করবে না, তুমি শোবে, তোমার ঘুম সুখের হবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 3:24
21 ক্রস রেফারেন্স  

আমি শয়ন করলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হলাম; কারণ মাবুদ আমাকে ধারণ করেন।


আমি শান্তিতে শয়ন করবো, নিদ্রাও যাব; কেননা, হে মাবুদ, তুমিই একাকী আমাকে নির্ভয়ে বাস করতে দিচ্ছ।


গমনকালে সে তোমাকে পথ দেখাবে, শয়নকালে তোমার প্রহরী হবে, জাগরণকালে তোমার সঙ্গে আলাপ করবে।


তখন আমি ঘুম থেকে জেগে দৃষ্টিপাত করলাম, আর আমার ঘুম আমার সুখদায়ক ছিল।


আর তুমি শয়ন করবে, কেউ তোমাকে ভয় দেখাবে না, বরং অনেকে তোমার কাছে ফরিয়াদ করবে।


আর আমি দেশে শান্তি দেব; তোমরা শয়ন করলে কেউ তোমাদেরকে ভয় দেখাবে না এবং আমি তোমাদের দেশ থেকে হিংস্র জন্তুদেরকে দূর করে দেব; ও তোমাদের দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না।


বৃথাই তোমরা খুব ভোরে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভোজন কর, তিনি তাঁর প্রিয়পাত্রকে নিদ্রা দান করেন।


আমিই আমার মেষগুলোকে চরাব, আমিই তাদেরকে শয়ন করাব, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।


পরে হেরোদ যেদিন তাঁকে বাইরে আনাবেন, তার আগের রাতে পিতর দু’জন সেনার মধ্যস্থানে দুই শিকলে বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন এবং প্রবেশ পথে প্রহরীরা কারাগার পাহারা দিচ্ছিল।


তার অন্তর সুস্থির, সে ভয় করে না, শেষে সে তাঁর বিপক্ষদের পরাজয় দেখবে।


কিন্তু যে জন আমার কথা শোনে, সে নির্ভয়ে বাস করবে, শান্ত থাকবে, অমঙ্গলের আশঙ্কা করবে না।


শ্রমজীবী বেশি বা অল্প আহার করুক, নিদ্রা তার মিষ্ট লাগে; কিন্তু ধনবানের পূর্ণতা তাকে নিদ্রা যেতে দেয় না।


এভাবে যিহোশাফটের রাজ্য সুস্থির হল, তাঁর আল্লাহ্‌ সমস্ত দিক থেকেই তাঁকে বিশ্রাম দিলেন।


আমি হাজার হাজার লোককেও ভয় পাব না, যারা আমার বিরুদ্ধে চারদিকে যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়েছে।


তুমি ভয় পাবে না— রাতের ত্রাস থেকে, দিনে উড্‌ডীয়মান তীর থেকে,


মাবুদের ভয় জীবনে নিয়ে যায়, যার তা আছে, সে তৃপ্ত হয়ে বসতি করে, অমঙ্গল তার কাছে যায় না।


তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হবে; তুমি জুলুম থেকে দূরে থাকবে, বস্তুত তুমি ভয় পাবে না; এবং ত্রাস থেকে দূরে থাকবে, বাস্তবিক তা তোমার কাছে আসবে না।


আমি তাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করবো ও হিংস্র পশুদেরকে দেশ থেকে শেষ করবো; তাতে তারা নির্ভয়ে মরুভূমিতে বাস করবে ও বনে-জঙ্গলে ঘুমাতে পারবে।


আর ক্ষেতের গাছ ফল উৎপন্ন করবে ও ভূমি নিজের শস্য দেবে; এবং তারা নির্ভয়ে স্বদেশে থাকবে, তাতে তারা জানবে যে, আমিই মাবুদ। যখন আমি তাদের জোয়ালের খিল ভেঙ্গে ফেলবো এবং যারা তাদের গোলামী করিয়েছে, তাদের হাত থেকে তাদেরকে উদ্ধার করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন