Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 29:6 - কিতাবুল মোকাদ্দস

6 দুর্বৃত্ত লোকের অধর্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক আনন্দিত হয়ে গান করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 অনিষ্টকারীরা তাদের নিজেদের পাপ দ্বারাই ফাঁদে পড়ে, কিন্তু ধার্মিকেরা আনন্দে চিৎকার করে ও খুশি থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 দুষ্ট নিজের দুষ্কর্মের ফাঁদে নিজেই পড়ে, কিন্তু সৎ লোকেরা সুখে শান্তিতে থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 দুর্বৃত্ত লোকের অধর্ম্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্ম্মিক আনন্দিত হইয়া গান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 মন্দ লোকরা তাদের নিজেদের কুকর্মের ফাঁদে পড়ে। কিন্তু একজন ভাল মানুষ মনের সুখে গান গাইতে পারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 দুর্বৃত্তের অধর্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক আনন্দিত হয়ে গান করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 29:6
19 ক্রস রেফারেন্স  

যেন ইবলিসের ফাঁদ থেকে পালিয়ে আসতে পারে, কারণ ইবলিস তার ইচ্ছা পালন করার জন্য তাদের বন্দী করে রেখেছে।


বাস্তবিক মানুষও নিজের কাল জানে না; যেমন মাছ অশুভ জালে ধৃত হয়, কিংবা যেমন পাখিগুলো ফাঁদে ধৃত হয়, তেমনি বনি-আদমেরা অশুভকালে ধরা পড়ে, তা হঠাৎ তাদের উপরে এসে পড়ে।


তখন মূসা ও বনি-ইসরাইলেরা মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গাইলেন; তাঁরা বললেন, আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; কেননা তিনি মহিমান্বিত হলেন, তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারদেরকে সমুদ্রে নিক্ষেপ করলেন।


ধার্মিকদের তাঁবুতে বিজয়ের ও উদ্ধারের আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে; মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন।


আলো বর্ষণ করা হয়েছে ধার্মিকের জন্য, আর সরলচিত্তদের জন্য আনন্দ।


তিনি দুষ্টদের উপরে জ্বলন্ত কয়লা বর্ষণ করবেন, উত্তপ্ত বায়ু তাদের পানপাত্রের পেয় দ্রব্য হবে।


তোমরা তাঁকে না দেখেও মহব্বত করছো; এখন দেখতে পাচ্ছ না, তবুও তাঁর উপর ঈমান এনে এমন আনন্দ করছো যা ভাষায় প্রকাশ করা যায় না ও যে আনন্দ মহিমায় পরিপূর্ণ,


হে আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষায় পড় তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয় বলে মনে করো;


ওষ্ঠের অধর্ম দ্বারা দুর্জন ফাঁদে ধরা পড়ে, কিন্তু ধার্মিক সঙ্কট থেকে উত্তীর্ণ হয়।


দুষ্ট নিজের অপরাধগুলোতে ধরা পড়ে, সে নিজের গুনাহ্‌-পাশে আট্‌কা পড়ে।


আমি তার ইমামদেরকেও উদ্ধারের পোশাক পরাব; তার ভক্তরা উচ্চৈঃস্বরে আনন্দগান করবে।


আমাদের আনন্দ যেন সমপূর্ণ হয়, এজন্য এসব লিখছি।


আর বনি-ইসরাইলরাও মুখ ফিরালো; তাতে অমঙ্গল তাদের উপরে এসে পড়লো দেখে বিন্‌ইয়ামীনের লোকেরা ভীষণ ভয় পেল।


কুটিল ব্যক্তির পথে কাঁটা ও ফাঁদ থাকে; যে নিজের প্রাণ রক্ষা করে, সে তাদের থেকে দূরে থাকবে।


ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক; কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন