Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 29:20 - কিতাবুল মোকাদ্দস

20 তুমি কি হঠকারী লোক দেখছ? তার চেয়ে বরং হীনবুদ্ধির বিষয়ে বেশি আশা আছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 এমন কাউকে কি দেখেছ যে তাড়াহুড়ো করে কথা বলে? তাদের চেয়ে বরং একজন মূর্খের বেশি আশা আছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 কোন চিন্তাভাবনা না করে যে কথা বলে তার চেয়ে একজন নিরেট মূর্খ ঢের ভাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তুমি কি হঠকারী লোককে দেখিতেছ? তাহার অপেক্ষা বরং হীনবুদ্ধির বিষয়ে অধিক আশা আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 যে ব্যক্তি চিন্তা-ভাবনা না করে কথা বলে তার কোন আশা নেই। ঐ ব্যক্তির চেয়ে বরং একজন মূর্খের কিছু আশা থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তুমি কি হটকারী লোককে দেখছ? তার থেকে বরং নির্বোধের বিষয়ে বেশী আশা আছে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 29:20
9 ক্রস রেফারেন্স  

হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা তো এই কথা জান। কিন্তু তোমারা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কথাবার্তায় ধীর, ক্রোধে ধীর হও,


তুমি কি নিজের দৃষ্টিতে জ্ঞানবান লোক দেখছ? তার চেয়ে বরং হীনবুদ্ধির বিষয়ে বেশি প্রত্যাশা আছে।


যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান; কিন্তু বদমেজাজী অজ্ঞানতা তুলে ধরে।


তুমি নিজের মুখকে দ্রুত কথা বলতে দিও না এবং আল্লাহ্‌র সাক্ষাতে কথা বলতে তোমার কথাগুলো যেন দ্রুত না হয়; কেননা আল্লাহ্‌ বেহেশতে ও তুমি দুনিয়াতে, অতএব তোমার কথা অল্প হোক।


পরিশ্রমীর চিন্তা থেকে কেবল ধনলাভ হয়, কিন্তু যে কেউ হঠকারী, তার কেবল অভাব ঘটে।


হীনবুদ্ধি নিজের সমস্ত ক্রোধ প্রকাশ করে, কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে প্রশমিত করে।


প্রাণ জ্ঞানবিহীন হলে মঙ্গল নেই, যে দ্রুত পাদবিক্ষেপ করে, সে পথ হারায়।


কেবল কালাম দ্বারা গোলামের শাসন হয় না, কেননা সে বুঝলেও কথা মানবে না।


যে গোলামকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে, শেষে সেই গোলাম তার পুত্র হয়ে উঠে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন