Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 29:16 - কিতাবুল মোকাদ্দস

16 দুষ্ট লোকেরা বৃদ্ধি পেলে অধর্ম বৃদ্ধি পায়; কিন্তু ধার্মিকেরা তাদের নিপাত দেখবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 দুষ্টেরা যখন সমৃদ্ধশালী হয়, তখন পাপও বৃদ্ধি পায়, কিন্তু ধার্মিকেরা তাদের সর্বনাশ দেখতে পাবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 দুষ্টেরা যখন কর্তৃত্ব করে তখন অপরাধের বাহুল্য ঘটে, কিন্তু ধার্মিকেরা তাদের পতন দেখবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 দুষ্ট লোকেরা বৃদ্ধি পাইলে অধর্ম্ম বৃদ্ধি পায়; কিন্তু ধার্ম্মিকগণ তাহাদের নিপাত দেখিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 যদি মন্দ লোকরা কর্ত্তৃত্ব করে তাহলে চতুর্দিকে পাপ কাজ হবে। কিন্তু শেষ পর্যন্ত ভালো মানুষদের জয় হবেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 দুষ্টরা বাড়লে অধর্ম্ম বাড়ে; কিন্তু ধার্মিকরা তাদের পতন দেখবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 29:16
11 ক্রস রেফারেন্স  

আর আমার চোখ আমার দুশমনদের পরিণতি নিরীক্ষণ করেছে; আমার কান আমার বিরোধী দুরাচারদের পরিণতির কথা শুনতে পেয়েছে।


তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করবে, দুষ্টদের প্রতিফল দেখবে।


ধার্মিক লোক প্রতিফল দেখে আনন্দিত হবে, সে দুর্জনের রক্ত দিয়ে তার পা ধোবে;


কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নেই, আমি খোঁজ করলাম, কিন্তু তাকে পাওয়া গেল না।


মাবুদের অপেক্ষায় থাক, তাঁর পক্ষে চল; তাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করবেন; দুষ্টদের উচ্ছেদ হলে তুমি তা দেখতে পাবে।


ধার্মিকেরা বৃদ্ধি পেলে লোকেরা আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পেলে লোকেরা আর্তস্বর করে।


হে বেহেশত আনন্দ কর, হে পবিত্র লোকেরা, হে প্রেরিতেরা, নবীরা, তোমরা তার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করেছে, আল্লাহ্‌ তার প্রতিকার করেছেন।


হে প্রভু, কে না ভয় পাবে? এবং তোমার নামের গৌরব কে না করবে? কেননা একমাত্র তুমিই পবিত্র, কেননা সমস্ত জাতি এসে তোমার সম্মুখে এবাদত করবে, কেননা তোমার ন্যায়বিচার প্রকাশিত হয়েছে।”


তার অন্তর সুস্থির, সে ভয় করে না, শেষে সে তাঁর বিপক্ষদের পরাজয় দেখবে।


কেননা, দেখ, তোমার দুশমনেরা, হে মাবুদ, দেখ, তোমার দুশমনেরা বিনষ্ট হবে; দুর্বৃত্তরা সকলে ছিন্নভিন্ন হবে।


যিনি ধর্মময়, যিনি দুষ্টদের কুলের বিষয় বিবেচনা করেন; তিনি দুষ্টদেরকে ধ্বংস করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন