হিতোপ 27:17 - কিতাবুল মোকাদ্দস17 লোহা লোহাকে ধারালো করে, তদ্রূপ মানুষ তার বন্ধুর মুখ ধারালো করে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 লোহা যেভাবে লোহাকে শান দেয়, মানুষও সেভাবে অন্যজনকে শান দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 লোহা দিয়ে যেমন লোহাতে শান দেওয়া হয়, তেমনি অপরের সঙ্গে মিশেই মানুষ নিজের বুদ্ধিকে ধারালো করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 একটি লোহা আর এক টুকরো লোহার ওপর রেখে ছুরিতে ধার দেওয়া হয়। একই রকম ভাবে, বন্ধুরা পরস্পরকে সংশোধন করতে গিয়ে নিজেদের বিচক্ষণ করে তোলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মানুষ আপন মিত্রের মুখ সতেজ করে। অধ্যায় দেখুন |