Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 26:18 - কিতাবুল মোকাদ্দস

18 যে পাগল জ্বলন্ত তীর নিক্ষেপ করে, তীর ও মৃত্যুজনক তীর নিক্ষেপ করে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 যে পাগল লোক মৃত্যুজনক জ্বলন্ত তির ছোঁড়ে সে তেমনই,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18-19 প্রতিবেশীকে ঠকিয়ে যে বলে, “আমি শুধু তামাসা করছিলাম’’–—সে এমনেক উন্মাদের মত যার হাতে আছে মারাত্মক অস্ত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 যে পাগল জ্বলন্ত বাণ নিক্ষেপ করে, তীর ও মৃত্যু নিক্ষেপ করে, সে যেমন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18-19 কেউ যদি একটি লোককে ঠকানোর পর বলে যে সে মজা করছিল তা হবে একজন পাগলের উদ্দেশ্যহীনভাবে জ্বলন্ত তীর ছুঁড়ে দুর্ঘটনাবশতঃ কাউকে মেরে ফেলার মতো ব্যাপার।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 পাগললোকের মত যে জ্বলন্ত তির ছোঁড়ে,

অধ্যায় দেখুন কপি




হিতোপ 26:18
5 ক্রস রেফারেন্স  

যে ব্যক্তি প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়, সে গদা, তলোয়ার ও ধারালো তীরস্বরূপ।


দেখ, আগুন জ্বালাচ্ছ ও শিখামণ্ডলে নিজেদের বেষ্টন করছো যে তোমরা, তোমরা সকলে নিজেদের আগুনের আলোতে, নিজেদের প্রজ্বলিত মশালের আলোতে গমন কর। আমার হাত থেকে তোমরা যে ফল পাবে তা হল, তোমরা যন্ত্রনার মধ্যে শয়ন করবে।


শেষে তার যকৃৎ বাণে বিদ্ধ হল; যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়, আর জানে না যে, তা প্রাণনাশক।


তীরন্দাজেরা তাকে কঠোর কষ্ট দিয়েছিল, তীরের আঘাতে তাকে উৎপীড়ন করেছিল;


পরে শামাউন গিয়ে তিন শত শৃগাল ধরে মশাল নিয়ে তাদের লেজে লেজে যোগ করে দু’টা করে লেজে এক এক মশাল বাঁধলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন