Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 26:11 - কিতাবুল মোকাদ্দস

11 যেমন কুকুর নিজের বমির প্রতি ফেরে, তেমনি হীনবুদ্ধি নিজের অজ্ঞানতার প্রতি ফিরে আসে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

11 কুকুর যেভাবে তার বমির কাছে ফিরে যায় মূর্খরাও বারবার বোকামি করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 কুকুর যেমন তার বমি করা খাদ্য আবার খায় মূর্খও তেমনি বার বার বোকামি করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 যেমন কুকুর আপন বমির প্রতি ফিরে, তেমনি হীনবুদ্ধি নিজ অজ্ঞানতার প্রতি ফিরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 কুকুর খাবার খেয়ে অসুস্থ হয়ে বমি করে। তারপর কুকুরটি তার বমি খেয়ে ফেলে। মূর্খও ঠিক তেমনি ভাবে একই ভুল বার বার করে চলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 যেমন কুকুর নিজের বমির দিকে ফেরে, তেমনি নির্বোধ নিজের অজ্ঞানতার দিকে ফেরে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 26:11
7 ক্রস রেফারেন্স  

তাদের সম্পর্কে এই প্রবাদ এই সত্য বলে প্রমাণিত হল, “কুকুর তার বমির দিকে ফেরে,” আর শূকরকে ধোয়ানো হলেও সে কাদায় গড়াগড়ি দেয়।


তখন সে গিয়ে নিজের চেয়েও দুষ্ট অপর সাতটি রূহ্‌কে সঙ্গে নিয়ে আসে, আর তারা সেই স্থানে প্রবেশ করে বাস করে; তাতে সেই মানুষের প্রথম দশা থেকে শেষ দশা আরও মন্দ হয়। এই কালের দুষ্ট লোকদের প্রতি তা-ই ঘটবে।


কিন্তু ফেরাউন যখন দেখলেন, ব্যাঙের উৎপাত আর নেই, তখন তাঁর অন্তর কঠিন করলেন, তাঁদের কথায় মনোযোগ দিলেন না। মাবুদ যেমন বলেছিলেন তেমনি হল।


তুমি বলবে, লোকে আমাকে মেরেছে, কিন্তু আমি ব্যথা পাই নি; তারা আমাকে প্রহার করেছে, কিন্তু আমি টের পাই নেই। আমি কখন জাগ্রত হব? আবার পানীয়ের খোঁজ করবো।


যেমন তীরন্দাজ সকলকে ক্ষতবিক্ষত করে, তেমনি সেই ব্যক্তি, যে হীনবুদ্ধিকে বেতন দেয়, আর যে পথের লোককে বেতন দেয়।


যদিও উখলিতে গমের মধ্যে মুষল দ্বারা অজ্ঞানকে চূর্ণ কর, তবুও তার অজ্ঞানতা দূর হবে না।


বস্তুত সকল টেবিল বমিতে ও মলে পরিপূর্র্ণ হয়েছে, কোন স্থান পরিস্কার নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন