Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 25:5 - কিতাবুল মোকাদ্দস

5 বাদশাহ্‌র সম্মুখ থেকে দুষ্টকে বের করে দাও, তাঁর সিংহাসন ধার্মিকতায় স্থিরীকৃত হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 রাজার উপস্থিতি থেকে দুষ্ট কর্মকর্তাদের দূর করে দাও, ও তাঁর সিংহাসন ধার্মিকতার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তেমনি রাজার সম্মুখ থেকে দুর্জনদের বিতাড়িত করা হলে তাঁর সিংহাসনে হবে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 রাজার সম্মুখ হইতে দুষ্টকে বাহির করিয়া দেও, তাঁহার সিংহাসন ধার্ম্মিকতায় স্থিরীকৃত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঠিক সেভাবেই যদি রাজার কাছ থেকে কুপরামর্শদাতাদের সরিয়ে ফেলা যায় তাহলে ন্যায় তার রাজ্যের ভিত্তি আরো মজবুত করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 রাজার সামনে থেকে দুষ্টকে বের করে দাও, তাঁর সিংহাসন ধার্ম্মিকতায় স্থির থাকবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 25:5
13 ক্রস রেফারেন্স  

যে বাদশাহ্‌ বিচারাসনে বসেন, তিনি দৃষ্টি দ্বারা সমস্ত নাফরমানী উড়িয়ে দেন।


দুষ্ট আচরণ বাদশাহ্‌দের ঘৃণাস্পদ; কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে।


দয়া ও বিশ্বস্ততা বাদশাহ্‌কে রক্ষা করে; তিনি দয়ায় নিজের সিংহাসন স্থির রাখেন।


আর অটল মহব্বতে একটি সিংহাসন স্থাপিত হবে, এক জন বিশ্বস্ততার প্রভাবে দাউদের তাঁবুতে সেই আসনে বসবেন; তিনি বিচারকর্তা, বিচারে যত্নবান ও দ্রুত ধার্মিকতা সাধন করবেন।


দাউদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ববৃদ্ধির ও শান্তির সীমা থাকবে না, যেন তা সুস্থির ও সুদৃঢ় করা হয়, ন্যায়বিচারে ও ধার্মিকতা সহকারে, এখন থেকে অনন্তকাল পর্যন্ত। বাহিনীগণের মাবুদের গভীর আগ্রহ তা সম্পন্ন করবে।


যে বাদশাহ্‌ সত্যভাবে দীনহীনদের বিচার করেন, তাঁর সিংহাসন নিত্য স্থির থাকবে।


তাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করেছিল, লোকেরা তার উপরে হামনকে ফাঁসি দিল; তখন বাদশাহ্‌র ক্রোধ প্রশমিত হল।


পরে বাদশাহ্‌ যিহোয়াদার পুত্র বনায়কে হুকুম করলে তিনি গিয়ে তাকে আক্রমণ করে হত্যা করলেন। আর সোলায়মানের হাতে রাজ্য সুস্থির হল।


তাদের রক্তপাতের অপরাধ যোয়াবের মাথায় ও যুগে যুগে তার বংশের মাথায় বর্তাবে; কিন্তু দাউদের, তাঁর বংশের, তাঁর কুলের ও তাঁর সিংহাসনের প্রতি মাবুদের কাছ থেকে যুগে যুগে শান্তি বর্ষিত হবে।


কিন্তু বাদশাহ্‌ সোলায়মানের উপর দোয়া থাকবে হবে ও মাবুদের সম্মুখে দাউদের সিংহাসন যুগ যুগ অক্ষুণ্ন থাকবে।


বাদশাহ্‌র সম্মুখে আত্মগৌরব করো না, মহৎ লোকদের স্থানে দাঁড়াবে না;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন