Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 25:25 - কিতাবুল মোকাদ্দস

25 পিপাসিত প্রাণের পক্ষে যেমন শীতল পানি, দূরদেশ থেকে পাওয়া মঙ্গল সংবাদ তেমনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 দূরবর্তী দেশ থেকে আসা সুসংবাদ সেই ঠান্ডা জলের মতো, যা পরিশ্রান্ত মানুষকে দেওয়া হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 দূরদেশ থেকে আসা সুসংবাদ তৃষিতের কাছে শীতল জলের মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 পিপাসার্ত্ত প্রাণের পক্ষে যেমন শীতল জল, দূরদেশ হইতে প্রাপ্ত মঙ্গল সংবাদ তদ্রূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 দূরের কোন স্থান থেকে আসা সুসংবাদ হল উত্তপ্ত ও তৃষ্ণার্ত অবস্থায় পাওয়া শীতল জলের মতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 যে তৃষ্ণার্ত তার পক্ষে যেমন শীতল জল, দূরদেশ থেকে ভালো খবরও তেমনি।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 25:25
21 ক্রস রেফারেন্স  

চোখের জ্যোতি চিত্তকে আনন্দিত করে, মঙ্গল-সমাচার সমস্ত অস্থি পুষ্ট করে।


আর কেউ না পাঠালে কেমন করে তবলিগ করবে? যেমন লেখা আছে, “যারা মঙ্গলের সুসমাচার তবলিগ করে, তাদের পা কেমন শোভা পায়।”


হে আল্লাহ্‌, তুমি আমার আল্লাহ্‌; আমি সযত্নে তোমার খোঁজ করবো; আমার প্রাণ তোমার জন্য পিপাসিত, আমার দেহ তোমার জন্য ব্যাকুল, শুকনো ও ক্লান্তিকর দেশে, পানিবিহীন দেশে।


পরে তিনি আমাকে বললেন, হয়েছে; আমি আল্‌ফা এবং ওমেগা আদি এবং অন্ত; যে পিপাসিত, আমি তাকে জীবন-পানির ফোয়ারা থেকে বিনামূল্যে পানি দেব।


দেখ, পর্বতমালার উপরে তারই পা, যে সুসমাচার নিয়ে আসে, শান্তি ঘোষণা করে; হে এহুদা, তুমি তোমার ঈদগুলো পালন কর; তোমার মানতগুলো পূর্ণ কর, কেননা পাষণ্ড আর তোমার কাছে যাতায়াত করবে না; সে সর্বতোভাবে উচ্ছিন্ন হল।


এই কথা বিশ্বাসযোগ্য ও সর্বতোভাবে গ্রহণযোগ্য যে, মসীহ্‌ ঈসা গুনাহ্‌গারদের নাজাত করার জন্য দুনিয়াতে এসেছেন; তাদের মধ্যে আমি অগ্রগণ্য;


শেষ দিন, ঈদের প্রধান দিন, ঈসা দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে বললেন, কেউ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে এসে পান করুক।


লেবাননের তুষার কি তার পর্বতের ভাঙ্গন দিয়ে উধাও হয়ে যায়? কিংবা দূর থেকে আগত সুশীতল পানির স্রোত কি বন্ধ হয়?


হে পিপাসিত সমস্ত লোক, তোমরা পানির কাছে এসো; যার টাকা নেই, আসুক; তোমরা এসো, খাদ্য ক্রয় কর, ভোজন কর; হ্যাঁ, এসো, বিনা টাকায় খাদ্য, বিনা মূল্যে আঙ্গুর-রস ও দুধ ক্রয় কর।


আহা! পর্বতমালার উপরে, তারই চরণ কেমন শোভা পাচ্ছে, যে সুসংবাদ তবলিগ করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসংবাদ তবলিগ করে, উদ্ধার ঘোষণা করে, সিয়োনকে বলে, তোমার আল্লাহ্‌ রাজত্ব করেন।


পরে দাউদ পিপাসাতুর হয়ে বললেন, হায়! কে আমাকে বেথেলহেমের দ্বারের নিকটস্থ কূপের পানি এনে পান করতে দেবে?


আর পাক-রূহ্‌ ও কন্যা বলছেন, এসো। যে শোনে, সেও বলুক, এসো। আর যে পিপাসিত, সে আসুক; যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-পানি গ্রহণ করুক।


দেখ, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াবো; তুমি শৈলে আঘাত করবে, তাতে তা থেকে পানি বের হবে, আর লোকেরা পান করবে। তখন মূসা ইসরাইলের প্রাচীনদের সম্মুখে তা-ই করলেন।


ঘোলা পানির আধার ও মলিন ফোয়ারা যেরূপ, দুষ্টের সম্মুখে বিচলিত ধার্মিক তদ্রূপ।


কিন্তু ইউসুফ তাঁদেরকে যে সমস্ত কথা বলেছিলেন, সেসব যখন তাঁরা তাঁকে বললেন এবং তাঁকে নিয়ে যাবার জন্য ইউসুফ যে সমস্ত ঘোড়ার গাড়ি পাঠিয়েছিলেন তাও যখন তিনি দেখলেন, তখন তাঁদের পিতা ইয়াকুবের হতবুদ্ধি অবস্থা কেটে গেল।


তখন বনি-ইসরাইল ঐ সংবাদে সন্তুষ্ট হল; আর বনি-ইসরাইল আল্লাহ্‌র প্রশংসা করলো এবং রূবেণ-বংশ ও গাদ-বংশের লোকদের নিবাসদেশ বিনাশ করার জন্য যুদ্ধে যাবার সম্বন্ধে আর কিছু বললো না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন