হিতোপ 25:21 - কিতাবুল মোকাদ্দস21 তোমার দুশমন যদি ক্ষুধিত হয়, তাকে অন্ন ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাকে পানি পান করাও; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 তোমার শত্রু যদি ক্ষুধার্ত, তবে খাওয়ার জন্য তাকে খাদ্য দাও; সে যদি তৃষ্ণার্ত, তবে পান করার জন্য তাকে জল দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তোমার শত্রু ক্ষুর্ধাত হলে তাকে অন্ন দাও, তৃষ্ণার্ত হলে তাকে জল দাও, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে অন্ন ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাহাকে জল পান করাও; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 যদি তোমার শত্রু ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, যদি সে তৃষ্ণার্ত হয় তবে তাকে জল দাও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 যদি তোমার শত্রু ক্ষুধিত হয়, তাকে খাওয়ার জন্য খাদ্য দাও এবং যদি সে পিপাসিত হয়, তাকে পান করার জল দাও; অধ্যায় দেখুন |
পরে উপরোক্ত নাম বিশিষ্ট পুরুষেরা উঠে বন্দীদেরকে নিয়ে লুটের জিনিস দিয়ে তাদের মধ্যে যারা উলঙ্গ ছিল তাদের সকলকে কাপড় পরালেন, তাদের শরীরে কাপড় ও পায়ে জুতা দিলেন, তাদেরকে ভোজন পান করালেন, তাদের শরীরে তেল মাখালেন এবং দুর্বলদেরকে গাধার পিঠে চড়িয়ে খর্জুরপুর জেরিকোতে তাদের ভাইদের কাছে তাদেরকে নিয়ে গেলেন; পরে তারা নিজেরা সামেরিয়াতে ফিরে গেলেন।