Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 25:11 - কিতাবুল মোকাদ্দস

11 উপযুক্ত সময়ে বলা কথা রূপার ডালিতে সোনার আপেল ফলের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

11 ন্যায়সংগতভাবে দেওয়া রায় রুপোর ডালিতে সাজানো সোনার আপেলের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 সময়োপযোগী কথা রূপোর পাত্রে রাখা সোনার আপেলের মতই মনোহর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 উপযুক্ত সময়ে কথিত বাক্য রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ঠিক সময় ঠিক কথাটি বলা হল একটি রূপোর ফ্রেমে সোনার আপেলের মতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 উপযুক্ত দিনের বলা কথা রূপার ডালীতে সোনার আপেলের মত।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 25:11
8 ক্রস রেফারেন্স  

মানুষ তার মুখের উত্তরে আনন্দ পায়; আর ঠিক সময়ে বলা কথা কেমন উত্তম।


আল্লাহ্‌ সার্বভৌম মাবুদ শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন, কিভাবে ক্লান্ত লোককে কালাম দ্বারা সুস্থির করতে হয়; যেন আমি বুঝতে পারি, তিনি প্রতি প্রভাতে জাগিয়ে দেন, আমার কান সজাগ করেন, যেন আমি শিক্ষার্থীদের মত শুনতে পাই।


হেদায়েতকারী উপযুক্ত শব্দের অনুসন্ধান করতেন এবং তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্য।


যে ব্যক্তি যথার্থ জবাব দেয়, সে ওষ্ঠাধর চুম্বন করে।


ভাল মানুষ ভাল ভাণ্ডার থেকে ভাল দ্রব্য বের করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার থেকে মন্দ দ্রব্য বের করে।


পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে, আর তোমার অখ্যাতি না ঘোঁচে।


পরে দাউদ আপনার জন্য আনা ঐ সমস্ত দ্রব্য তার হাত থেকে গ্রহণ করে তাকে বললেন, তুমি সহি-সালামতে ঘরে যাও; দেখ, আমি তোমার আবেদন শুনে তোমার অনুরোধ গ্রাহ্য করলাম।


তোমার কথা উচোট খাওয়া লোককে উঠিয়েছে, তুমি দুর্বল হাঁটু সবল করেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন