Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 24:31 - কিতাবুল মোকাদ্দস

31 আর দেখ, সেই সমস্ত ক্ষেত কাঁটাবন হয়ে উঠেছে, আগাছা তার উপরটা আচ্ছন্ন করেছে, তার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

31 সর্বত্র কাঁটাগাছ জন্মেছে, জমি আগাছায় ভরে গিয়েছে, ও পাথরের প্রাচীর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 দেখলাম, সেখানে কাঁটা ঝোপ জন্মেছে, আগাছায় জমি ছেয়ে গেছে, ভেঙ্গে পড়েছে চার পাশের পাথরের দেয়াল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 আর দেখ, তৎসমুদয় কাঁটাবন হইয়া উঠিয়াছে, বিছুটী তাহার পৃষ্ঠ আচ্ছন্ন করিয়াছে, তাহার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 সেই সব জমিগুলোতে কাঁটাঝোপ গজিয়ে উঠছিল। ঐ জমিগুলো আগাছা এবং কাঁটায় ভরে গিয়েছিল। এবং ভগ্ন স্তূপের মতো জমির চারপাশের প্রাচীর ভেঙে পড়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 সব জায়গার কাঁটাবন বেড়ে উঠেছে, ভূমি বিছুটিতে ঢাকা রয়েছে এবং তার পাথরের পাঁচিল ভেঙে গিয়েছে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 24:31
16 ক্রস রেফারেন্স  

অলসতার জন্য ছাদ বসে যায় ও হাতের শিথিলতার জন্য ঘরে পানি পড়ে।


কারণ মাবুদ এহুদার ও জেরুশালেমের লোকদেরকে এই কথা বলেন, তোমরা তোমাদের পতিত ভূমি চাষ কর, কাঁটাবনের মধ্যে বীজ বপন করো না।


এখন শোন, আমি আমার আঙ্গুর-ক্ষেতের প্রতি যা করবো তা তোমাদেরকে জানাই; আমি তার বেড়া দূর করবো, তা ধ্বংস হবে, আমি তার প্রাচীর ভেঙ্গে ফেলবো, তা দলিত হবে।


কিন্তু যদি কাঁটাবন ও কাঁটাঝোপ উৎপন্ন করে তবে তা অকর্মণ্য ও সেই জমিতে বদদোয়া পড়বার ভয় থাকে; আগুনে ধ্বংস হওয়াই তার পরিণাম।


আর যে কাঁটাবনের মধ্যে বপন করা বীজের মত, সে কালাম শুনে, আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই কালাম চেপে রাখে, তাতে সে ফলহীন হয়।


আর কতগুলো বীজ কাঁটাবনে পড়লো, তাতে কাঁটাগাছ বেড়ে তা চেপে রাখল।


কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে, এবং ঢুলু ঢুলু ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।


অলস বলে, বাইরে সিংহ আছে, চৌরাস্তায় গেলে আমি মারা পড়বো।


শীতের দরুন অলস হাল চাষ করে না, শস্যের সময়ে সে চাইবে, কিন্তু কিছুই মিলবে না।


মাবুদের ভয় জীবনে নিয়ে যায়, যার তা আছে, সে তৃপ্ত হয়ে বসতি করে, অমঙ্গল তার কাছে যায় না।


তবে গমের স্থানে কাঁটা উৎপন্ন হোক, যবের স্থানে বিষবৃক্ষ উৎপন্ন হোক। এখানে আইউবের কথা শেষ হয়েছে।


তারা ঝোপের মধ্যে থেকে হ্রেষারব করে, ঝোপ-ঝাড়ে একত্রীভূত হয়।


আমি দৃষ্টিপাত করলাম, মনোনিবেশ করলাম, তা দর্শন করে উপদেশ পেলাম;


অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়।


আমি তা উৎসন্ন-স্থান করবো, তার লতা পরিষ্কার বা ভূমি খনন করা যাবে না, আর তা কাঁটাঝোপ ও কাঁটাগাছের জঙ্গল হবে এবং আমি মেঘমালাকে হুকুম দেব, যেন তাদের উপরে পানি বর্ষণ না করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন