Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 24:20 - কিতাবুল মোকাদ্দস

20 যেহেতু দুর্বৃত্ত লোকের ভবিষ্যতের আশা নেই, দুষ্টদের প্রদীপ নিভে যাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 কারণ অনিষ্টকারীদের ভবিষ্যৎকালীন কোনো আশা নেই, ও দুষ্টদের প্রদীপ নিভিয়ে ফেলা হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 কারণ দুর্জনের কোন ভবিষ্যৎ নেই তার আশার প্রদীপ হবে নির্বাপিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 যেহেতু দুর্বৃত্ত লোকের শেষ ফল হইবে না, দুষ্টগণের প্রদীপ নিভিয়া যাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 ঐ দুর্জনদের কোন আশার প্রদীপ নেই। তাদের আলো অন্ধকারে পরিণত হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 কারণ খারাপ লোকের কোনো ভবিষ্যত নেই এবং দুষ্টদের বাতি নিভে যাবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 24:20
15 ক্রস রেফারেন্স  

ধার্মিকের আলো আনন্দ করে; কিন্তু দুষ্টদের প্রদীপ নিভিয়া যায়;


যে তার নিজের পিতা কিংবা মাতাকে বদদোয়া দেয়, ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভে যাবে।


তিনি দুষ্টদের উপরে জ্বলন্ত কয়লা বর্ষণ করবেন, উত্তপ্ত বায়ু তাদের পানপাত্রের পেয় দ্রব্য হবে।


কতবার দুষ্টদের প্রদীপ নির্বাপিত হয়? কতবার তাদের বিপদ ঘটে, এবং আল্লাহ্‌ ক্রোধে এমন কষ্ট বণ্টন করেন যে,


তারা সমুদ্রের ঝড়ের ফেনার মত; তাদের লজ্জার কাজগুলো ফেনার মতই ভেসে ওঠে; তারা ভ্রাম্যমান তারার মত, যাদের জন্য অনন্তকালের ঘোরতর অন্ধকার জমা করে রাখা হয়েছে।


আর নির্বুদ্ধিরা সুবুদ্ধিদেরকে বললো, তোমাদের তেল থেকে আমাদেরকে কিছু দাও; কেননা আমাদের প্রদীপ নিভে যাচ্ছে।


কিন্তু বেহেশতী-রাজ্যের সন্তানদেরকে বাইরের অন্ধকারে ফেলে দেওয়া হবে; সেই স্থানে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষবে।


ধিক্‌ দুষ্টকে! অমঙ্গল ঘটবে; কেননা তার কৃতকর্মের ফল তাকে দেওয়া হবে।


কেননা শেষ ফল অবশ্য আছে, তোমার আশা ছিন্ন হবে না।


দুষ্টেরা পাতালে ফিরে যাবে, যেসব জাতি আল্লাহ্‌কে ভুলে যায়, তারাও যাবে।


সে ভ্রান্ত হয়ে শূন্যতায় বিশ্বাস না করুক, কেননা অসারতাই তার বেতন হবে;


যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যার জিহ্বা বাঁকা, সে বিপদে পড়ে।


উচ্চদৃষ্টি ও গর্বিত মন, দুষ্টদের সেই প্রদীপ গুনাহ্‌ময়।


কেননা তারা ঘাসের মত শীঘ্র ছিন্ন হবে, সবুজ ঘাসের মত ম্লান হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন