Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 24:1 - কিতাবুল মোকাদ্দস

1 তুমি দুর্বৃত্ত লোকদের উপরে ঈর্ষা করো না, তাদের সঙ্গে থাকতেও বাসনা করো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 দুষ্টদের প্রতি হিংসা কোরো না, তাদের সঙ্গলাভের বাসনা রেখো না;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 দুষ্টদের সমৃদ্ধি দেখে ঈর্ষা করো না বন্ধুত্ব করো না তাদের সঙ্গে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তুমি দুর্বৃত্ত লোকদের উপরে ঈর্ষা করিও না, তাহাদের সঙ্গে থাকিতেও বাসনা করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 দুর্জন ব্যক্তিদের হিংসা কোরো না। তাদের কাছাকাছি থাকবার ইচ্ছেও করো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 যে খারাপ তার ওপরে ঈর্ষান্বিত হয়ো না, তাদের সঙ্গে থাকতেও ইচ্ছা কর না।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 24:1
16 ক্রস রেফারেন্স  

মাবুদের কাছে নীরব হও, তাঁর অপেক্ষায় থাক; যে তার পথে কৃতকার্য হয়, তার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে, তার বিষয়ে রুষ্ট হয়ো না।


জুলুমবাজের প্রতি ঈর্ষা করো না, আর তার কোন পথ মনোনীত করো না;


তোমার মন গুনাহ্‌গারদের প্রতি ঈর্ষা না করুক, কিন্তু তুমি সমস্ত দিন মাবুদের ভয়ে থাক।


জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হবে।


কারণ যখন দুষ্টদের কল্যাণ দেখেছিলাম, তখন গর্বিতদের প্রতি ঈর্ষা করেছিলাম।


তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হয়ো না; অধর্মাচারীদের প্রতি ঈর্ষা করো না।


তুমি দুর্বৃত্তদের বিষয়ে রুষ্ট হয়ো না; দুষ্টদের প্রতি ঈর্ষা করো না।


গুনাহ্‌গারদের সঙ্গে আমার প্রাণ নিও না, রক্তপাতী মানুষের সঙ্গে আমার জীবন নিও না।


সুখী সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, গুনাহ্‌গারদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না।


দুর্জনদের পথে প্রবেশ করো না, দুর্বৃত্তদের পথে চলো না,


তা পরিত্যাগ কর, তার কাছ দিয়ে যেও না; তা থেকে বিমুখ হয়ে অগ্রসর হও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন