হিতোপ 23:26 - কিতাবুল মোকাদ্দস26 হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও তোমার চোখ আমার পথগুলোতে প্রীত হোক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ26 হে আমার বাছা, তোমার অন্তর আমাকে দিয়ে দাও ও তোমার চোখদুটি আমার পথে আহ্লাদিত হোক, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 বৎস, মনোযোগ দিয়ে শোন, আমার জীবনই হোক তোমার আদর্শ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 হে বৎস, তোমার হৃদয় আমাকে দেও, তোমার চক্ষু আমার পথসমূহে প্রীত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 পুত্র আমার কাছে এসো এবং আমি যা বলছি তা শোন। আমার জীবনকে তোমার জন্য উদাহরণস্বরূপ বিবেচনা কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আমার পুত্র, তোমার হৃদয় আমাকে দাও এবং তোমার চোখ আমার পথসমূহকে মেনে চলুক। অধ্যায় দেখুন |