হিতোপ 22:26 - কিতাবুল মোকাদ্দস26 যারা হাতে তালি দেয় ও ঋণের জামিন হয়, তাদের মধ্যে তুমি এক জন হয়ো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ26 এমন কোনও মানুষের মতো হোয়ো না যে বন্ধক রেখেছে বা যে ঋণগ্রহীতার হয়ে জামিনদার হয়েছে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 অন্যের ঋণ শোধের প্রতিশ্রুতি দিও না, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 যাহারা হস্তে তালী দেয় ও ঋণের জামিন হয়, তাহাদের মধ্যে তুমি এক জন হইও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 কোনো এক জনের মতো হয়ো না যারা টাকার সম্পর্কে অঙ্গীকারে বদ্ধ হয় এবং তুমি অন্যের ঋণের জন্যে দায়ী হয়ো না। অধ্যায় দেখুন |