Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 22:11 - কিতাবুল মোকাদ্দস

11 যে হৃদয়ের পাক-পবিত্রতা ভালবাসে, তার ওষ্ঠে রহমত থাকে, বাদশাহ্‌ তার বন্ধু হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

11 যে বিশুদ্ধ হৃদয় ভালোবাসে ও যে অনুগ্রহকারী কথাবার্তা বলে সে রাজাকে বন্ধু রূপে পায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 যে অন্তরের শুচিতা ভালবাসে, যার কথাবার্তা মধুর, রাজা হবেন তার বন্ধু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 যে হৃদয়ের শুচিতা ভালবাসে, তাহার ওষ্ঠে অনুগ্রহ থাকে, রাজা তাহার বন্ধু হন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 যদি তুমি একটি খাঁটি হৃদয় ভালবাস, যদি তোমার বাণী হয় মার্জিত, তাহলে রাজাও তোমার বন্ধু হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 যে বিশুদ্ধ হৃদয় ভালবাসে এবং যার কথায় অনুগ্রহ থাকে, সে রাজার বন্ধু হন।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 22:11
17 ক্রস রেফারেন্স  

ধন্য যারা নির্মল অন্তরের অধিকারী, কারণ তারা আল্লাহ্‌র দর্শন পাবে।


সত্যবাদী ওষ্ঠাধর বাদশাহ্‌দের প্রিয়, তাঁরা ন্যায়বাদীকে ভালবাসেন।


যে গোলাম বুদ্ধিপূর্বক চলে, তার প্রতি বাদশাহ্‌র অনুগ্রহ বর্তে; কিন্তু লজ্জাদায়ী তাঁর ক্রোধের পাত্র হয়।


দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকবে; তারা আমার সঙ্গে বাস করবে; যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচারক হবে;


তুমি মানুষের চেয়ে পরম সুন্দর; তোমার ওষ্ঠাধর থেকে রহমত ঝরে পড়ে; এজন্য আল্লাহ্‌ চিরকালের জন্য তোমাকে দোয়া করেছেন।


তাতে সকলে তাঁর বিষয়ে সাক্ষ্য দিল ও তাঁর মুখ থেকে বের হওয়া সুন্দর সুন্দর কথায় আশ্চর্য হল; আর বললো, এ কি ইউসুফের পুত্র নয়?


তখন বাদশাহ্‌ ব্যাবিলন প্রদেশে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে উচ্চ-পদস্থ করলেন।


বস্তুত এই ইহুদী মর্দখয় বাদশাহ্‌ জারেক্সের প্রধান মন্ত্রী এবং ইহুদীদের মধ্যে মহান, তাঁর ভাইদের মধ্যে প্রিয়পাত্র ও স্বজাতীয় লোকদের হিতৈষী এবং তাঁর সমস্ত বংশের পক্ষে মঙ্গলাকাঙ্খী ছিলেন।


যার হাত নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে মিথ্যার দিকে প্রাণ উত্তোলন করে নি, ছলনার সঙ্গে শপথ করে নি।


মাবুদের চোখ জ্ঞানবানকে রক্ষা করে; কিন্তু তিনি বেঈমানদের কথাবার্তা বিফল করে দেন।


জ্ঞানবানের মুখ থেকে বের হওয়া কথা অনুগ্রহ নিয়ে আসে, কিন্তু হীনবুদ্ধির নিজের কথা তাকে গ্রাস করে।


এবং নাথনের পুত্র অসরিয় কর্মকর্তাদের প্রধান ও নাথনের পুত্র সাবূদ ইমাম ও বাদশাহ্‌র বন্ধু ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন