Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 21:19 - কিতাবুল মোকাদ্দস

19 বরং নির্জন ভূমিতে বাস করা ভাল, তবু কলহপ্রিয়া ও বদ্‌রাগী স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 কলহপ্রিয়া ও খুঁতখুঁতে স্ত্রীর সঙ্গে বসবাস করার চেয়ে বরং মরুভূমিতে বসবাস করা ভালো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 মুখরা ও বদমেজাজী স্ত্রীর সঙ্গে ঘর করার চেয়ে বরং নির্জন মরুভূমিতে বাস করা ভাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 বরং নির্জ্জন ভূমিতে বাস করা ভাল, তবু বিবাদিনী ও কোপনা স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 রগচটা ও বিবাদী স্ত্রীর সঙ্গে ঘর করার চেয়ে মরুভূমিতে বাস করা ভাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 বরং নির্জন ভূমিতে বাস করা ভাল, তবু বিবাদিন বন্দিনী ও অভিযোগকারী স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 21:19
7 ক্রস রেফারেন্স  

ছাদের কোণে বাস করা বরং ভাল, তবু বিবাদিনী স্ত্রীর সঙ্গে প্রশস্ত বাড়িতে বাস করা নয়।


হায় হায়, মরুভূমিতে পথিকদের রাত যাপনের কুটিরের মত কেন আমার কুটির হয় নি! হলে আমি স্বজাতীয়দেরকে ত্যাগ করে স্থানান্তরে যেতে পারতাম। কেননা তারা সকলে জেনাকারী ও বিশ্বাসঘাতকদের সমাজ।


হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর ঝগড়া অবিরত বিন্দুপাতের মত।


দুরন্ত বর্ষার দিনে অবিরত বৃষ্টিপাত, আর বিবাদিনী স্ত্রী, এই উভয়ই সমান।


ঘৃণিতা স্ত্রীর ভার, যখন সে পত্নীর পদ পায়, আর বাঁদীর ভার, যখন সে নিজের কর্ত্রীর স্থান লাভ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন