Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 20:4 - কিতাবুল মোকাদ্দস

4 শীতের দরুন অলস হাল চাষ করে না, শস্যের সময়ে সে চাইবে, কিন্তু কিছুই মিলবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না; অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 যে অলস যথাসময়ে জমি চাষ করে না, ফসলের মরশুমে সে পায় না কিছুই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 শীত প্রযুক্ত অলস হাল বহে না, শস্যের সময়ে সে চাহিবে, কিন্তু কিছুই মিলিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 একজন অলস ব্যক্তি কর্ষনের সময় বীজ বপন করে না। সুতরাং ফসল ঘরে তোলার উৎসবের সময় যখন সে খাবারের জন্য চারিদিকে তাকায় তখন সে কিছুই খুঁজে পায় না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 অলস শরত্কালে হাল বহে না, শস্যের দিনের ফসল চাইবে, কিন্তু কিছুই পাবে না।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 20:4
14 ক্রস রেফারেন্স  

যে শিথিল হাতে কাজ করে, সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে।


আলস্য অগাধ নিদ্রা নিয়ে আসে, এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।


অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়।


তাই তোমার দরিদ্রতা দস্যুর মত আসবে, তোমার দৈন্যদশা ঢালীর মত আসবে।


অলস থালায় হাত ডুবায়, পুনর্বার মুখে দিতেও চায় না।


হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তার সমস্ত কাজ দেখে জ্ঞানবান হও।


মানুষের হৃদয়ের পরামর্শ গভীর পানির মত; কিন্তু বুদ্ধিমান তা তুলে আনবে।


অলসের অভিলাষ তাকে মৃত্যুসাৎ করে, কেননা তার হাত পরিশ্রম করতে অসম্মত।


যে জন বায়ু মানে, সে বীজ বপন করবে না; এবং যে জন মেঘ দেখে, সে শস্য কাটবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন