Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 20:27 - কিতাবুল মোকাদ্দস

27 মানুষের রূহ্‌ মাবুদের প্রদীপ, তা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে খুঁজে দেখে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 মানবাত্মা সদাপ্রভুর সেই প্রদীপ যা মানুষের অন্তরের অন্তস্থলে আলোকপাত করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 মানুষের বুদ্ধি ও বিবেক পরমেশ্বরের দেওয়া প্রদীপের মত, তার কাছ থেকে কিছুই আমরা লুকাতে পারি না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তাহা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 মানুষের আত্মা হল প্রভুর কাছে থাকা প্রদীপ। প্রভু হলেন অন্তর্যামী। কার মনে কি আছে তিনি সব জানেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 মানুষের আত্মা সদাপ্রভুর প্রদীপ তা তার অন্তরতম অংশে খোঁজ করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 20:27
9 ক্রস রেফারেন্স  

কারণ মানুষের মধ্যে কে মানুষের সত্যিকারের বিষয়সমূহ জানে? কেবল মানুষের অন্তরস্থ রূহ্‌ই তার চিন্তা সকল জানে; তেমনি আল্লাহ্‌র বিষয়গুলো কেউ জানে না, কেবল আল্লাহ্‌র রূহ্‌ই তা জানেন।


কিন্তু মানুষের মধ্যে রূহ্‌ আছে, সর্বশক্তিমানের নিশ্বাস তাদেরকে বিবেচক করে।


আর মাবুদ আল্লাহ্‌ মাটির ধূলি দিয়ে আদমকে (অর্থাৎ মানুষকে) সৃষ্টি করলেন এবং তার নাসিকায় ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন; তাতে মানুষ জীবন্ত প্রাণী হল।


তারা শরীয়তের দাবি-দাওয়া নিজ নিজ অন্তরে লেখা বলে দেখায়, তাদের বিবেকও সঙ্গে সঙ্গে সেই বিষয়ে সাক্ষ্য দেয় এবং তাদের নানা চিন্তা হয় তাদেরকে দোষী করে, না হয় তাদের পক্ষ সমর্থন করে—


প্রহারের আঘাত মন্দকে পরিষ্কার করে, দণ্ডপ্রহার অন্তরের অন্তঃপুরে প্রবেশ করে।


দয়া ও বিশ্বস্ততা বাদশাহ্‌কে রক্ষা করে; তিনি দয়ায় নিজের সিংহাসন স্থির রাখেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন