Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 2:4 - কিতাবুল মোকাদ্দস

4 যদি রূপার মত তার খোঁজ কর, গুপ্ত ধনের মত তার অনুসন্ধান কর;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 ও যদি রুপোর মতো তার খোঁজ করো ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 যদি রজতখণ্ডের মত তার খোঁজ কর, গুপ্তধনের মত কর তার সন্ধান,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ কর, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান কর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 রূপোর মত প্রজ্ঞার অন্বেষণ কর। গুপ্তধনের মত তাঁকে খুঁজে বেড়াও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যদি তুমি তার খোঁজ কর তা রূপা খোঁজার মতো হয় এবং লুক্কায়িত সম্পদের মতো তার খোঁজ কর;

অধ্যায় দেখুন কপি




হিতোপ 2:4
20 ক্রস রেফারেন্স  

বেহেশতী-রাজ্য হল ক্ষেতের মধ্যে গুপ্ত এমন ধনের মত, যা দেখতে পেয়ে এক ব্যক্তি গোপন করে রাখল, পরে সে খুশী মনে চলে গেল এবং সর্বস্ব বিক্রি করে সেই ক্ষেতটি ক্রয় করলো।


আর যে কোন ব্যক্তি আমার নামের জন্য নিজের বাড়ি, বা ভাই-বোন, বা পিতা-মাতা, বা সন্তান, বা ক্ষেত পরিত্যাগ করেছে, সে তার শত গুণ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে।


সোনার চেয়ে প্রজ্ঞা লাভ কেমন উত্তম; রূপার চেয়ে বিবেচনা লাভ করা কত পছন্দনীয়!


কিন্তু তা আসে না, তারা গুপ্তধনের চেয়ে তার সন্ধান করে।


তাতে সেই মালিক সেই অধার্মিক ব্যবস্থাপকের প্রশংসা করলো, কারণ সে বুদ্ধিমানের কাজ করেছিল। বাস্তবিক এই যুগের সন্তানেরা নিজের জাতির সম্বন্ধে আলোর সন্তানদের চেয়ে বেশি বুদ্ধিমান।


কোন ব্যক্তি একা থাকে, তার দ্বিতীয় কেউ নেই, পুত্র নেই, ভাইও নেই, তবুও তার পরিশ্রমের সীমা নেই, তার চোখের ধনে তৃপ্ত হয় না। সে বলে, তবে আমি কার জন্য পরিশ্রম করছি ও নিজের প্রাণকে সুখভোগ থেকে বঞ্চিত করছি? এও অসার ও ভারী কষ্টজনক।


সত্য ক্রয় কর, বিক্রি করো না; প্রজ্ঞা, শাসন ও সুবিবেচনা ক্রয় কর।


সেজন্য আমি তোমার হুকুমগুলো ভালবাসি, সোনা থেকে, খাঁটি সোনা থেকেও তা ভালবাসি।


তোমার মুখের শরীয়ত আমার পক্ষে উত্তম, হাজার হাজার সোনার ও রূপার মুদ্রার চেয়ে উত্তম।


আমি তোমার নির্দেশ-পথে আমোদ করেছি, যেমন ধন-সম্পদে লোকে আনন্দ করে।


তা সোনা ও প্রচুর খাঁটি সোনার চেয়ে বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হতেও সুস্বাদু।


হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান কর, যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বরে মিনতি কর;


যারা আমাকে মহব্বত করে, আমিও তাদেরকে মহব্বত করি, যারা সযত্নে আমার খোঁজ করে, তারা আমাকে পায়।


সেদিন ইস্‌হাকের গোলামেরা এসে তাদের খনন করা কূপের বিষয়ে সংবাদ দিয়ে তাঁকে বললো, পানি পেয়েছি।


প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা অর্জন কর; সমস্ত অর্জন দিয়ে সুবিবেচনা আয়ত্ব কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন