Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 2:1 - কিতাবুল মোকাদ্দস

1 বৎস, তুমি যদি আমার সমস্ত কথা গ্রহণ কর, যদি আমার সমস্ত হুকুম তোমার কাছে সঞ্চয় কর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 বৎস, তুমি যদি আমার কথা মান, যদি আমার সব নির্দেশ অন্তরে গেঁথে রাখ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ কর, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় কর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 পুত্র আমার, আমি যা বলি তা গ্রহণ কর। আমার আদেশগুলি মনে রেখো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 আমার পুত্র, তুমি যদি আমার সমস্ত কথা গ্রহণ কর, যদি আমার সমস্ত আদেশ তোমার কাছে সঞ্চয় কর।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 2:1
21 ক্রস রেফারেন্স  

বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলে যেয়ো না; তোমার অন্তর আমার সমস্ত হুকুম পালন করুক।


উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে;


বৎসরা, পিতার উপদেশ শোন, সুবিবেচনা বুঝবার জন্য মনোযোগ দাও।


বৎস আমার সমস্ত কথা পালন কর, আমার সমস্ত হুকুম তোমার কাছে সঞ্চয় কর।


তা সর্বদা তোমার অন্তরে গেঁথে রাখ, তোমার গলায় বেঁধে রাখ।


তাঁর ওষ্ঠনির্গত হুকুম থেকে আমি সরে আসি নি, আমার প্রয়োজনীয় যা, তারচেয়ে তাঁর মুখের কালাম বেশি সঞ্চয় করেছি।


বৎস, শোন, আমার কথা গ্রহণ কর, তাতে তোমার জীবনের আয়ু দীর্ঘ হবে।


কিন্তু মরিয়ম সেসব কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করতে করতে মনে সঞ্চয় করে রাখলেন।


বেহেশতী-রাজ্য হল ক্ষেতের মধ্যে গুপ্ত এমন ধনের মত, যা দেখতে পেয়ে এক ব্যক্তি গোপন করে রাখল, পরে সে খুশী মনে চলে গেল এবং সর্বস্ব বিক্রি করে সেই ক্ষেতটি ক্রয় করলো।


এই কথা বিশ্বাসযোগ্য ও সর্বতোভাবে গ্রহণযোগ্য যে, মসীহ্‌ ঈসা গুনাহ্‌গারদের নাজাত করার জন্য দুনিয়াতে এসেছেন; তাদের মধ্যে আমি অগ্রগণ্য;


আর তিনি যে সমস্ত কাজ করছিলেন, তাতে সকল লোক আশ্চর্য জ্ঞান করলে তিনি তাঁর সাহাবীদেরকে বললেন, তোমরা এসব কথা মনযোগ দিয়ে শোন,; কেননা সমপ্রতি ইবনুল-ইনসানকে মানুষের হাতে ধরিয়ে দেওয়া হবে।


পরে তিনি তাঁদের সঙ্গে নেমে নাসরতে চলে গেলেন ও তাঁদের বাধ্য হয়ে থাকলেন। আর তাঁর মা সমস্ত কথা তাঁর অন্তরে গেঁথে রাখলেন।


এভাবে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।


আর তা সমুদ্রের ওপারেও নয় যে, তুমি বলবে, আমরা যেন তা পালন করি, এজন্য কে আমাদের জন্য সমুদ্র পার হয়ে তা এনে আমাদেরকে শোনাবে?


প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না?


প্রজ্ঞা তার নিজের গৃহ নির্মাণ করেছে, সে তার জন্য সাতটি স্তম্ভ খনন করেছে;


যে আইন-কানুন মানে, সেই জ্ঞানবান পুত্র; কিন্তু পেটুকদের সখা পিতার অপমানজনক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন