Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 18:8 - কিতাবুল মোকাদ্দস

8 গুজবের কথা মিষ্টান্নের মত, তা অন্তরের অন্তঃপুরে নেমে যায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 পরনিন্দা পরচর্চার কথাবার্তা সুস্বাদু খাদ্যের মতো লাগে; সেগুলি মানুষের অন্তরের গভীরে প্রবেশ করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 পরচর্চা অতি মুখরোচক পূর্ণমাত্রায় লোকে তা আস্বাদন করে, অতি সহজেই তা মানুষের অন্তরে গেঁথে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পরিবাদকের কথা মিষ্টান্নবৎ, তাহা অন্তরের অন্তঃপুরে নামিয়া যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 মানুষ সব সময় কেচ্ছা শুনতে ভালোবাসে। কেচ্ছাকাহিনীকে সুখাদ্যের মতো গিলতে থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 পরচর্চাকারীর কথা সুস্বাদু এক টুকরো খাবারের মতো, তা দেহের ভিতরে নেমে যায়।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 18:8
8 ক্রস রেফারেন্স  

কুটিল ব্যক্তি ঝগড়া ছড়িয়ে দেয়, অপবাদকারী মিত্রভেদ জন্মায়।


অবিবেচনার কথাবার্তা তলোয়ারের আঘাতের মত, কিন্তু জ্ঞানবানদের জিহ্বা স্বাস্থ্যস্বরূপ।


তুমি অপবাদকারী হয়ে তোমার লোকদের মধ্যে ইতস্তত ভ্রমণ করো না এবং তোমার প্রতিবেশীর রক্তপাতের জন্য উঠে দাঁড়াবে না; আমি মাবুদ।


তোমার জিহ্বা ধ্বংসের কল্পনা করছে; হে ছলসাধক, তা শাণিত ক্ষুরের মত।


হীনবুদ্ধির মুখ তার সর্বনাশজনক, তার ঠোঁট তারই প্রাণের ফাঁদ।


যে ব্যক্তি তার কাজে অলস, সে বিনাশকের সহোদর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন