Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 18:13 - কিতাবুল মোকাদ্দস

13 শুনবার আগেই যে জবাব দেয়, তা তার পক্ষে অজ্ঞানতা ও লজ্জা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 শোনার আগেই উত্তর দেওয়া— হল মূর্খতার ও লজ্জার বিষয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 কোন কথার উত্তর দেওয়ার আগে তা শোনা উচিত, যে না শোনে সে মূর্খ, তার এ আচরণ অপমানজনক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 শুনিবার পূর্ব্বে যে উত্তর করে, তাহা তাহার পক্ষে অজ্ঞানতা ও অপমান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 অন্যদের কথা শেষ করতে দেওয়ার পর তুমি উত্তর দিতে শুরু করবে। যদি তুমি এরকম কর তাহলে তুমি অপ্রস্তুত হবে না অথবা তোমাকে বোকার মত দেখতে লাগবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 শোনার আগে যে উত্তর করে, তা তার বোকামিতা ও অপমান।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 18:13
11 ক্রস রেফারেন্স  

আগে কোন মানুষের কথা না শুনে ও সে কি করে তা না জেনে, আমাদের শরীয়ত কি কারো বিচার করতে বলে?


তবে তুমি জিজ্ঞাসা করবে, অনুসন্ধান ও যত্নপূর্বক প্রশ্ন করবে; আর দেখ, তোমার মধ্যে এই রকম জঘন্য দুষ্কর্ম হয়েছে,


হঠাৎ ‘পবিত্র হল’ বলে উচ্চারণ করা, আর মানতের পর বিচার করা, মানুষের পক্ষে ফাঁদস্বরূপ।


আমি দীনহীনের পিতা ছিলাম; যাকে না জানতাম, তারও বিচারের তদন্ত করতাম;


বাদশাহ্‌ সীবঃকে বললেন, দেখ, মফীবোশতের সর্বস্ব তোমার। সীবঃ বললো, হে আমার মালিক বাদশাহ্‌, আমি আপনার পদধূলিরও যোগ্য নই; আরজ করি, যেন আমি আপনার দৃষ্টিতে রহমত পাই।


বাদশাহ্‌ এই কথা শুনে অতিশয় মনক্ষুণ্ন হলেন এবং দানিয়ালকে উদ্ধার করার জন্য চেষ্টা করলেন; সূর্যাস্ত পর্যন্ত তাঁকে রক্ষা করতে অনেক যত্ন করলেন।


অতএব বাদশাহ্‌ দারিয়ুস সেই পত্র ও জারিকৃত আইনে স্বাক্ষর করলেন।


তখন বাদশাহ্‌ স্ত্রীলোকটিকে বললেন, তুমি ঘরে যাও, আমি তোমার বিষয়ে হুকুম দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন