Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 16:22 - কিতাবুল মোকাদ্দস

22 বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের ফোয়ারা; কিন্তু অজ্ঞানতা জ্ঞানহীনের শাস্তি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 বিচক্ষণদের কাছে বিচক্ষণতাই জীবনের উৎস, কিন্তু মূর্খতা মূর্খদের কাছে দণ্ড এনে উপস্থিত করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 জ্ঞানীর কাছে জ্ঞান জীবনের উৎস স্বরূপ, কিন্তু নির্বোধ নিজের মূর্খতার জন্য দণ্ডলাভ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের উনুই; কিন্তু অজ্ঞানতা অজ্ঞানদের শাস্তি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 একজন জ্ঞানী মানুষ সব সময় চিন্তা করে কথা বলে। এবং সে যা বলে তা শোনার যোগ্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 বিবেচনা হল জীবনের ঝরনা যার এটি আছে; কিন্তু নির্বোধমিতা নির্বোধদের শাস্তি।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 16:22
16 ক্রস রেফারেন্স  

রূহ্‌ই জীবনদায়ক, দৈহিক শক্তি জীবন দিতে পারে না; আমি তোমাদেরকে যেসব কথা বলেছি, তা রূহ্‌ ও জীবন;


ওদেরকে থাকতে দাও, ওরা অন্ধদের অন্ধ পথদর্শক; যদি অন্ধ অন্ধকে পথ দেখায়, উভয়েই গর্তে পড়বে।


জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস, তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।


সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, যে ব্যক্তি আমার কালাম শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর উপর ঈমান আনে, সে অনন্ত জীবন পেয়েছে এবং তাকে বিচারে আনা হবে না; সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে।


ধার্মিকের মুখ জীবনের ফোয়ারা; কিন্তু দুষ্টদের মুখ জুলুম ঢেকে রাখে।


শিমোন পিতর তাঁকে জবাবে বললেন, প্রভু, কার কাছে যাব? আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে;


মানুষের মুখের কথা গভীর পানির মত, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর মত।


ধার্মিকের মন উত্তর দেবার জন্য চিন্তা করে; কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্‌গার করে।


জ্ঞানীদের জিহ্বা উত্তমরূপে জ্ঞান ব্যক্ত করে; কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্‌গার করে।


মাবুদের ভয় জীবনের উৎস, তা মৃত্যুর ফাঁদ থেকে দূরে যাবার পথ।


তাতে সেগুলো তোমার প্রাণের জীবনস্বরূপ হবে, তোমার কণ্ঠের শোভাস্বরূপ হবে।


বিজ্ঞচিত্ত বুদ্ধিমান বলে আখ্যাত হয়; এবং ওষ্ঠের মাধুরী পাণ্ডিত্যের বৃদ্ধি করে।


জ্ঞানবানের হৃদয় তার মুখকে বুদ্ধি দেয়, তার ওষ্ঠে পাণ্ডিত্য যোগায়।


হীনবুদ্ধির মুখ তার সর্বনাশজনক, তার ঠোঁট তারই প্রাণের ফাঁদ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন