Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 16:19 - কিতাবুল মোকাদ্দস

19 বরং দীনহীনদের সঙ্গে নম্রাত্মা হওয়া ভাল, তবু অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করা ভাল নয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 অহংকারীদের সঙ্গে লুন্ঠিত সামগ্রীর অংশীদার হওয়ার চেয়ে নিপীড়িতদের সঙ্গে নম্র মনোভাবাপন্ন হয়ে থাকা ভালো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 দাম্ভিক দুরাচারীদের লুন্ঠিত ধনের অংশীদার হওয়ার চেয়ে বরং বঞ্চিতদের সঙ্গে নম্র হয়ে দারিদ্র্য বরণ করা ভাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 বরং দীনহীনদের সহিত নম্রাত্মা হওয়া ভাল, তবু অহঙ্কারীদের সহিত লুট বিভাগ করা ভাল নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 উদ্ধত লোকদের সঙ্গে ধনসম্পদ ভাগ করে নেওয়ার চেয়ে বিনয়ী হওয়া এবং দরিদ্রদের মধ্যে থাকা শ্রেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করার থেকে গরিবদের সঙ্গে নম্র হয়ে থাকা এটা ভালো।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 16:19
17 ক্রস রেফারেন্স  

ধন্য যারা রূহে দীনহীন, কারণ বেহেশতী-রাজ্য তাদেরই।


কেননা যিনি উঁচু ও উন্নত, যিনি অনন্তকাল-নিবাসী, যাঁর নাম “পবিত্র”, তিনি এই কথা বলেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্র রূহ্‌ সম্পন্ন মানুষের সঙ্গেও বাস করি, যেন নম্র লোকদের রূহ্‌ ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি।


কারণ মাবুদ উঁচু, তবুও অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর থেকে জানেন।


মাবুদ ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি তাদের নাজাত করেন যাদের সকল আশা ধ্বংস হয়ে গেছে।


দুশমন বলেছিল, আমি তাদের পিছনে তাড়া করবো, ওদের সঙ্গ ধরে, লুণ্ঠিত বস্তু ভাগ করে নেব; ওদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হবে; আমি তলোয়ার উন্মুক্ত করবো, আমার হাত ওদের বিনাশ করবে।


এজন্য আমি মহানদের মধ্যে তাঁকে অংশ দেব, তিনি পরাক্রমীদের সঙ্গে লুটদ্রব্য ভাগ করবেন, কারণ তিনি মৃত্যুর জন্য তাঁর প্রাণ ঢেলে দিলেন, তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন; আর তিনিই অনেকের গুনাহের ভার তুলে নিয়েছেন এবং অধর্মীদের জন্য অনুরোধ করছেন।


আমি তাকে এক আল্লাহ্‌বিহীন জাতির বিরুদ্ধে পাঠাব, আমার গজব-পাত্র লোকদের বিরুদ্ধে হুকুম দেব, যেন সে লুট করে ও লুণ্ঠিত দ্রব্য নিয়ে যায় ও তাদেরকে পথের কাদার মত পায়ে মাড়ায়।


তুমি সেই জাতির বৃদ্ধি করেছ, তাদের আনন্দ বাড়িয়েছ; তারা তোমার সাক্ষাতে শস্য কাটার সময়ের মত আহ্লাদ করে, যেমন লুট ভাগ করার সময়ে লোকেরা উল্লসিত হয়।


মানুষের অহংকার তাকে নিচে নামাবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাবে।


তারা কি পায় নি? লুণ্ঠিত বস্তু কি ভাগ করে নেয় নি? প্রত্যেক পুরুষ একটি কামিনী, দু’টি কামিনী, আর সীষরা চিত্রিত পোশাক পেয়েছে, চিত্রিত সূচিকার্যের পোশাক পেয়েছে, চিত্রিত দুই ধারি বাঁধা পোশাক লুণ্ঠনকারীর কন্ঠে।


আমরা সমস্ত রকম বহুমূল্য ধন পাব, লুণ্ঠিত দ্রব্যে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করবো,


তুমি আমাদের মধ্যে এক জন অংশী হবে, আমাদের সকলেরই টাকার একটি ভাণ্ডার হবে’;


নিশ্চয়ই তিনি নিন্দুকদের নিন্দা করেন, কিন্তু নম্রদেরকে রহমত প্রদান করেন,


কেননা বরং এই ভাল যে, তোমাকে বলা যাবে, ‘এখানে উঠে এসো’; কিন্তু তোমার চোখ যাঁকে দর্শন করেছে, সেই অধিপতির সাক্ষাতে অপদস্থ হওয়া তোমার পক্ষে ভাল নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন