হিতোপ 16:17 - কিতাবুল মোকাদ্দস17 দুষ্কর্ম থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ; যে তার নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 ন্যায়পরায়ণদের রাজপথ অমঙ্গল এড়িয়ে যায়; যারা তাদের জীবনযাত্রার ধরন সুরক্ষিত রাখে তারা তাদের প্রাণ বাঁচায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সজ্জনের চলার পথ কুপথ নয়, যে নিজের পথ সম্পর্কে সতর্ক সে প্রাণে বাঁচে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 দুষ্ক্রিয়া হইতে সরিয়া যাওয়াই সরলদের রাজপথ; যে আপন পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ভালো লোকরা সারা জীবন খারাপ জিনিস থেকে দূরত্ব রেখে চলে। যে ব্যক্তি সাবধানী সে তার আত্মাকে রক্ষা করে চলে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 মন্দ থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ; যে নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়। অধ্যায় দেখুন |