Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 15:29 - কিতাবুল মোকাদ্দস

29 মাবুদ দুষ্টদের থেকে দূরে থাকেন, কিন্তু তিনি ধার্মিকদের মুনাজাত শুনেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

29 সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে সরে থাকেন, কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শোনেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 দুর্জনের প্রার্থনায় প্রভু কর্ণপাত করেন না, কিন্তু ধার্মিকের বিনতি তিনি গ্রাহ্য করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকেন, কিন্তু তিনি ধার্ম্মিকদের প্রার্থনা শুনেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 মন্দ লোকদের থেকে প্রভু অনেক দূরে থাকেন কিন্তু ভালো মানুষদের প্রার্থনা প্রভু শোনেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 সদাপ্রভু দুষ্টদের থেকে দূরে থাকেন, কিন্তু তিনি ধার্ম্মিকদের প্রার্থনা শোনেন।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 15:29
19 ক্রস রেফারেন্স  

আমরা জানি, আল্লাহ্‌ গুনাহ্‌গারদের কথা শুনেন না, কিন্তু যদি কোন ব্যক্তি আল্লাহ্‌-ভক্ত হয়, আর তাঁর ইচ্ছা পালন করে, তিনি তারই কথা শুনেন।


দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়; কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।


কেননা ধার্মিকদের প্রতি প্রভুর দৃষ্টি আছে; তাদের বিনতির প্রতি তাঁর কান আছে; কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।”


কারণ মাবুদ উঁচু, তবুও অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর থেকে জানেন।


পরে এরা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে।


কেননা দেখ, যারা তোমা থেকে দূরে থাকে, তারা বিনষ্ট হবে; যেসব লোক তোমার প্রতি অবিশ্বস্ত হয়, সে সকলকে তুমি উচ্ছিন্ন করেছ।


তারা আর্তনাদ করলো, কিন্তু রক্ষাকর্তা কেউ নেই; মাবুদের কাছে কান্নাকাটি করলো, কিন্তু তিনি জবাব দিলেন না।


হে মাবুদ, কেন দূরে দাঁড়িয়ে থাক? সঙ্কটের সময়ে কেন লুকিয়ে থাক?


বাস্তবিক আল্লাহ্‌ মিথ্যা ফরিয়াদ শোনেন না, সর্বশক্তিমান তা নিরীক্ষণ করেন না।


তখন সকলে আমাকে ডাকবে, কিন্তু আমি উত্তর দেব না, তারা সযত্নে আমার খোঁজ করবে, কিন্তু আমাকে পাবে না;


চোখের জ্যোতি চিত্তকে আনন্দিত করে, মঙ্গল-সমাচার সমস্ত অস্থি পুষ্ট করে।


কিন্তু তোমাদের অপরাধগুলো তোমাদের আল্লাহ্‌র সঙ্গে তোমাদের বিচ্ছেদ সৃষ্টি করেছে, তোমাদের সমস্ত গুনাহ্‌ তোমাদের থেকে তাঁর শ্রীমুখ আচ্ছাদন করেছে, এজন্য তিনি শোনেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন