Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 15:25 - কিতাবুল মোকাদ্দস

25 মাবুদ অহঙ্কারীদের বাড়ি উপড়ে ফেলেন, কিন্তু বিধবার সীমানা স্থির রাখেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

25 সদাপ্রভু অহংকারীদের বাড়ি ধূলিসাৎ করে দেন, কিন্তু বিধবাদের সীমানার পাথর তিনি স্বস্থানে অটুট রাখেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 পরমেশ্বর অহঙ্কারীদের বাস্তুহারা করেন, কিন্তু সুরক্ষা করেন বিধবার সম্পত্তি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 সদাপ্রভু অহঙ্কারীদের বাটী উপড়াইয়া ফেলেন, কিন্তু বিধবার সীমা স্থির রাখেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 অহঙ্কারীর সব কিছু প্রভু ধ্বংস করে দেবেন। কিন্তু একজন বিধবা মহিলার সব কিছু প্রভু রক্ষা করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 সদাপ্রভু অহঙ্কারীদের উত্তরাধিকার বিচ্ছিন্ন করেন, কিন্তু বিধবার সম্পত্তি সুরক্ষিত রাখেন।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 15:25
20 ক্রস রেফারেন্স  

মাবুদ বিদেশীদের উপর দৃষ্টি রাখেন; তিনি এতিম ও বিধবাকে সুস্থির রাখেন, কিন্তু দুষ্টদের পথ বাঁকা করেন।


সীমানার পুরানো চিহ্ন স্থানান্তর করো না, পিতৃহীনদের ক্ষেতে প্রবেশ করো না।


দুষ্টদের বাড়ি বিনষ্ট হবে; কিন্তু সরলদের তাঁবু সতেজ হবে।


দুষ্টরা নিপাতিত হয়, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়, কিন্তু ধার্মিকদের বাড়ি অটল থাকে।


দুঃখ-কষ্টের সময়ে এতিমদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার থেকে নিজেকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই হল পিতা আল্লাহ্‌র কাছে পবিত্র ও বিমল ধর্ম।


কিন্তু তাঁর অন্তঃকরণ গর্বিত হলে ও তাঁর রূহ্‌ কঠিন হয়ে পড়লে তিনি দুঃসাহসী হলেন, তাই আপন রাজ-সিংহাসন থেকে চ্যুত হলেন ও তাঁর কাছ থেকে গৌরব নিয়ে নেওয়া হল।


বস্তুত যা কিছু অহংকারী ও উদ্ধত এবং যা কিছু উঁচুতে তুলে ধরা হয়েছে, সেই সবকিছুর প্রতিকূলে বাহিনীগণের মাবুদের একদিন আসছে; সেসব নত হবে।


কারণ মাবুদ উঁচু, তবুও অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর থেকে জানেন।


সেভাবে হে যুবকেরা, তোমরা প্রাচীনদের বশীভূত হও; আর তোমরা সকলেই এক জন অন্যের সেবা করার জন্য নম্রতার পোশাক পর; কেননা “আল্লাহ্‌ অহঙ্কারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে রহমত দান করেন।”


আল্লাহ্‌ও তোমাকে চিরতরে বিনষ্ট করবেন, তোমাকে ধরে তাঁবু থেকে টেনে বের করবেন, জীবিতদের দেশ থেকে তোমাকে উৎপাটন করবেন। [সেলা।]


তোমার আল্লাহ্‌ মাবুদ অধিকার হিসেবে যে দেশ তোমাকে দিচ্ছেন, সেই দেশে তোমার প্রাপ্য ভূমিতে আগেকার দিনের লোকেরা যে সীমার চিহ্ন নির্ধারণ করেছে, তোমার প্রতিবেশীর সেই চিহ্ন স্থানান্তর করবে না।


হে শক্তিশালী লোক, তুমি কেন অনিষ্ট কাজের গর্ব করছো? আল্লাহ্‌র রহম নিত্যস্থায়ী।


কুসঙ্কল্পগুলো মাবুদের ঘৃণাস্পদ, কিন্তু মনোহর সমস্ত কথা পাক-পবিত্র।


সে নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে, সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না।


তুমি দেখেছ, কেননা তুমি জুলুম ও দুর্দশার প্রতি দৃষ্টিপাত করছো, যেন তার প্রতিকার নিজের হাতে কর; এতিম তো তোমারই উপরে তার ভার তুলে দেয়; তুমিই এতিমের সহায়।


সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, জুলুমবাজ লোককে শাসন কর, এতিম লোকের বিচার নিষ্পত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।


তারা স্থূলকায় ও চাকচিক্যময় হয়েছে; হ্যাঁ, তারা নাফরমানীর সীমা ছাড়িয়ে গেছে, তারা বিচার করে না, এতিমের কল্যাণের জন্য বিচার করে না ও দরিদ্রদের বিচার নিষ্পত্তি করে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন